TMC: তৃণমূল ধুয়ে দিল তৃণমূলকে! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ফ্রিজ, ফ্যান, মোটরবাইক

TMC: বারবার সোশ্যাল মিডিয়ায় একই ভিডিও ছাড়ার পরিপ্রেক্ষিতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে রীতিমতো শোরগোল পড়ে যায় বীরভূমের সিউড়িতে। সোশ্যাল মিডিয়ায় বারবার যে ভিডিও আপলোড করা হচ্ছে সেই ভিডিও নাকি ভুয়ো। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তৃণমূল কর্মীরা চড়াও হয়ে তৃণমূল কর্মীদেরই বাড়িতে ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় ফ্রিজ, ফ্যান, চেয়ার, টেবিল মোটর বাইক ইত্যাদি। এছাড়াও নগদ টাকাও লুঠ করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। অনেকে আবার দাবি করছেন এমন ঘটনার পিছনে রয়েছে পুরনো বিবাদ।

পুরো ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত হারাইপুর গ্রামে। যেখানে হাসনাহারা বিবির অভিযোগ তাদের বাড়িতে ভাঙচুর চালায় আসিফ, জালাল, ফিরোজ সহ অনেকেই। যাদের বিরুদ্ধে ভাংচুর করার অভিযোগ উঠেছে তারা বকুলের লোক বলেই দাবি করা হচ্ছে। তৃণমূল নেতা বকুল আবার অনুব্রত অনুগামী।

আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত দুই

অন্যদিকে যাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে তারা নুরুল ইসলামের অনুগামী বলেই নিজেদের দাবি করেছেন। যে নুরুল ইসলামকে এখন সবাই কাজল শেখ ঘনিষ্ঠ বলেই জানেন।

যদিও এই সমস্ত অভিযোগকে অস্বীকার করে অনুব্রত অনুগামী শেখ জালালউদ্দিন দাবি করেছেন, সবটাই মিথ্যা। এই ঘটনার সূত্রপাত ফেক ভিডিও ছাড়াকে কেন্দ্র করে। ওরাই আমাদের অনুগামীদের বাড়িতে ভাঙচুর করেছে আগেই