তৃণমূলে তৃণমূলে লড়াই! বীরভূমের বিভিন্ন প্রান্তে হামেশাই তৃণমূলের তৃণমূলে লড়াই অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে। তবে এবার যে ঘটনা ঘটলো তাতে প্রাণ বিসর্জন দিতে হলো এক তৃণমূল কর্মীকেই। তৃণমূল কর্মীর ওই প্রাণ বিসর্জনের জন্য যারা দায়ী তারাও আবার তৃণমূল কর্মী। ভয়ংকর এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত পাতিসারা গ্রামে। তৃণমূলের হাতেই বেধড়ক মার খেয়ে প্রাণ গেল ওই এলাকার তৃণমূল বুথ সভাপতি রাসবিহারী সর্দারের।
নানুরে তৃণমূলের এমন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গল কোর্ট মহকুমা হাসপাতালে। অন্যদিকে মৃত তৃণমূল কর্মী রাসবিহারী সরদারের দেহ ময়নাতদন্তের পর সৎকার করা হয়।
আরও পড়ুনঃ কাজল শেখের সঙ্গে হাত মেলানোর কয়েক ঘণ্টাতেই ছন্দপতন! ফের সিউড়িতে তৃণমূলকে পেটালো তৃণমূল
শুক্রবার রাতে ঘটে যাওয়া এমন ঘটনার পিছনে কেরিম খানের লোকজনেদের হাত রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। যদিও কেরিম খান দাবি করছেন, যাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে তারা প্রত্যেকেই কাজল শেখ অনুগামী। নিজেদের মধ্যেই এমন ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।
