কাজল শেখের সঙ্গে হাত মেলানোর কয়েক ঘণ্টাতেই ছন্দপতন! ফের সিউড়িতে তৃণমূলকে পেটালো তৃণমূল

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার সিউড়ি দু’নম্বর ব্লক! আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের অবসান ঘটাতে করা বার্তা দিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশমতো হাত মেলাতেও দেখা যায় কাজল শেখ অনুগামী ও অনুব্রত মণ্ডল অনুগামীদের। তবে হাত মেলানোর কয়েক ঘন্টার মধ্যেই ছন্দপতন। কেননা বুধবার রাতে ফের তৃণমূলকেই পেটাতে দেখা গেল তৃণমূলের লোকজনদের।

কোমা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলরাম বাগদি মাত্র কয়েক ঘণ্টা আগেই বীরভূম জেলা পরিষদে এসে কাজল শেখ, নুরুল ইসলামদের মত তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন। কিন্তু সেই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলামের লোকজন বলরাম বাগদির ঘনিষ্ঠদের মারধর করে বলে অভিযোগ। জানুরী গ্রামের লোকজনদের মারধর করা হয় এবং যে ঘটনায় এক পুরুষ ও এক মহিলার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।

আরও পড়ুনঃ ব্যান্ড পার্টি, হুডখোলা গাড়ি! অবসরপ্রাপ্ত সেনা কর্মীর গ্রামে ফেরাই উৎসবের মেজাজ বীরভূমে

ঘটনার পরিপ্রেক্ষিতে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন বলরাম বাগদি। তিনি দাবি করেছেন, যারা মারধর করেছে তারা সদ্য সদ্য সিপিএম অথবা বিজেপি থেকে তৃণমূলে এসেছে। আর যারা মার খেয়েছে তারা বছরের পর বছর ধরে তৃণমূল করে আসছে। এটাই যেন তাদের অপরাধ।