ব্যক্তিগত জমিতে সরকারি ড্রেন! গায়ের জোরে তৈরি করার হুমকি তৃণমূল নেতার

ব্যক্তিগত জায়গায় ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল বীরভূমের নানুরে। যে ঘটনায় এক মহিলাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সদস্য রমেশ সাহার বিরুদ্ধে। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে জেলার রাজনীতিতে।

যার বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে অর্থাৎ রমেশ সাহা হলেন নানুরের দাসকলের করেয়া দু’নম্বর অঞ্চলের তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সদস্য।

আরও পড়ুনঃ কষ্টের দিন শেষ! সিউড়ি স্টেশনে এসে এখন যাত্রীরা যেসব সুবিধা পাবেন

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, ভিডিও সত্যতা তিনি যাচাই করেন নি। তিনি কেবলমাত্র দেখেছেন। তবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যার সঙ্গে ঘটেছে তাদের বলবো থানায় গিয়ে অভিযোগ জানাতে।

কাজল শেখের এমন পরামর্শের আগেই অবশ্য অভিযোগকারী ওই মহিলা কির্ণাহার থানার দারস্ত হয়েছেন। ঘটনায় তিনি আতঙ্কিত। এর পাশাপাশি অভিযোগ দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তৃণমূল নেতা এলাকায় দাদাগিরি চালাচ্ছেন।