তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন একাধিক নেতা, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আর এই দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী বেছে নেওয়ার করতে শুরু করেছে। অন্যান্য রাজনৈতিক দলের মতো শাসকদল তৃণমূলও গুটি সাজানো শুরু করে দিয়েছে। মনে করা হচ্ছে আজ অর্থাৎ বুধবারই হয়তো তৃণমূলের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে।

তবে চলতি বছর প্রার্থীদের নাম ঘোষণা করার আগে শাসকদল তৃণমূলের তরফ থেকে বিশেষ সর্তকতা অবলম্বন করা হচ্ছে। আর এই সতর্কতায় অবশ্যই দলীয় নেতাকর্মীদের মার্কশিটের বিষয়টিকে দেখা হচ্ছে। যে কারণে তৃণমূলের হয়ে এবার টিকিট পেতে পারেন বহু বিদায়ী বিধায়ক, পাশাপাশি বাদ যেতে পারেন অনেকেই। সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূলের নজর মহিলা, যুবা এবং স্বচ্ছ ভাবমূর্তির দিকে। পাশাপাশি বিবেচনা করা হচ্ছে দলের প্রতি আনুগত্য এবং কর্মসূচির আয়োজনের দক্ষতা, তৎপরতা ও জনসংযোগের দক্ষতার বিষয়টিকেও।

আর এসবের পাশাপাশি টিকিট দেওয়ার আগে তৃণমূলের তরফ থেকে দেশের বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রাখা হচ্ছে। আর এই কথা মাথায় রেখে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে ৭৫ বছরের বেশি বয়সী কাউকে নির্বাচনে টিকিট দেওয়া হবে না। ৭৫ বছরের বেশি বয়সীদের টিকিট না দেওয়ার পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, যাদের বয়স ইতিমধ্যেই ৮০ বছর পার হয়ে গেছেন তাদের জন্য বিশেষ চিন্তাভাবনা করছে দল। তাদের জন্য বিশেষ পদের ব্যবস্থা করা হচ্ছে।

আর এমন নতুন স্ট্র্যাটেজি নিয়ে প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে গত সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নির্বাচনী কমিটির একটি বৈঠক হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়রা। আর এই বৈঠক হয় প্রায় ২০ মিনিটের বেশি। কিন্তু প্রশ্ন হলো তৃণমূলের নতুন এই সিদ্ধান্তের কারণে কারা কারা প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন?

[aaroporuntag]
স্বচ্ছ ভাবমূর্তি, তৃণমূল নেতাকর্মীদের মার্কশিট এসকল প্রসঙ্গ বাদ দিলেও তৃণমূলের তরফ থেকে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোভিড পরিস্থিতির কারণে ৭৫ বছরের বেশি বয়সীদের টিকিট না দেওয়ার বিষয়ে, সেই তালিকায় অর্থাৎ বয়সের কারণে যারা আসন্ন বিধানসভায় তৃণমূলের টিকিট নাও পেতে পারেন তারা হলেন ভাঙড়ের আব্দুর রেজ্জাক মোল্লা, ব্রজ মজুমদার, শিবপুরের জটু লাহিড়ী, বর্ধমান উত্তরের রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্যের একাধিক তৃণমূল নেতা-কর্মী।