ভোট প্রচারে মেজাজ হারালেন নুসরত, ‘মুখ্যমন্ত্রীর জন্যও এতটা করি না’

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসকদল তৃণমূল প্রতিজ্ঞাবদ্ধ তাদের সরকারকে ফেরাতে। অন্যদিকে আবার গেরুয়া শিবির পাখির চোখ করে নিয়েছে এবারের নির্বাচনকে। পাশাপাশি বাম, কংগ্রেস এবং আইএসএফ সংযুক্ত মোর্চা তৈরি করে সরকার তৈরি করার দিকে দৃঢ় প্রতিজ্ঞ।

আর এই লক্ষ্য নিয়ে তাদের প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। শাসক দল তৃণমূলের হয়ে তাদের তারকা প্রচারকদের প্রতিনিয়ত এখানে-ওখানে ছুটে বেড়াতে দেখা যাচ্ছে। আর সেই মতো শনিবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী হয়ে প্রচারে বেরিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। সেখানে একটি রোড শো ছিল তার। কিন্তু সেই রোড শো চলাকালীন তাকে মেজাজ হারাতে দেখা গেল।

নুসরতের মেজাজ হারানো সেই ভিডিওকে হাতিয়ার পড়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করে নি আমাদের সংবাদমাধ্যম। ঠিক কি হয়েছিল? হঠাৎ নুসরতের মেজাজ হারানোর কারণ কি?

উত্তর ২৪ পরগনার অশোকনগরে ভোটের প্রচারের জন্য একটি হুডখোলা গাড়িতে রোড শো-র ব্যবস্থা করা হয়। যে রোড শো-এর মূল কেন্দ্রবিন্দু ছিলেন নুসরত। এছাড়াও ছিলেন অশোকনগর বিধানসভার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। প্রায় এক ঘণ্টা রোড শো হওয়ার পর নুসরত সেখান থেকে বেরিয়ে যেতে চান। তিনি তার গাড়ি কোথায় রয়েছে খোঁজ নিতে শুরু করেন। কিন্তু দলের কর্মীরা তাকে অনুরোধ জানান আর আধঘন্টা রোড শো করার জন্য। আর এই অনুরোধ শুনেই চটে যান নুসরত।

[aaroporuntag]
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “স্বপ্ন দেখছো… মুখ্যমন্ত্রীর জন্য এতক্ষণ ব়্যালি করি না। প্রায় এক ঘন্টার উপর ব়্যালি করছি, ঠাট্টা করছো।” এরপর এই গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যান তিনি এবং নিজের গন্তব্যের দিকে রওনা দেন। এই ভিডিওটি বর্তমানে বিজেপির সোশ্যাল সাইটে আপলোড করা হয়েছে এবং তারপর থেকেই এই ঘটনার জন্য ব্যাপক ট্রোলড হচ্ছেন নুসরত।