‘এই প্রথম দেখলাম আমাদের ফেভারে কথা বলল’, SIR নিয়ে বিতর্ক বাঁধতেই মুখ খুললেন শতাব্দি

‘এই প্রথম দেখলাম আমাদের ফেভারে কথা বলল’, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার এটাই বলতে দেখা গেল বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়কে। তার এমনটা বলার পিছনে রয়েছে এস আই আর। আসলে এস আই আর কে ঘিরে একটি বিতর্ক বাদ দেই এমনটা বললেন তিনি।

এস আই আর চলাকালীন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এক জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর এমন ঘটনা ঘটতেই নড়েচড়ে বসে তৃণমূল এবং পুরো বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।

আরও পড়ুনঃ তীব্র কুয়াশা, দৃশ্যমান্যতা একেবারেই কম, বীরভূমে এখন চলছে শুধুই ফগ

সিউড়ি পুরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গা মাল জীবিত থাকা সত্ত্বেও তাকে খসড়া ভোটার তালিকায় মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই বিষয়টি নিয়েই শতাব্দী রায় জানিয়েছেন, একটা দুটো ঘটনা নয়, অনেক জায়গাতেই জীবিত ভোটারকে মৃত এবং মৃত ভোটারকে জীবিত ঘোষণা করা হয়েছে। বুঝতেই তো পারছেন নির্বাচন কমিশন মানেই বিজেপি।

যে ভোটার জীবিত অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে তিনি ৭০ বছর বয়সী একজন ভোটার। তিনি শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম। তবে এস আই আর ফরম ফিলাপ করেছিলেন এবং ফরম ফিলাপ করার পরেও তাকে মৃত বলে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা দিশেহারা।