রেলের জায়গায় ফেন্সিং! পুকুরে নামা বন্ধ, ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল, বিজেপি বলছে সব নাটক

রেল নিজের জায়গায় ফেন্সিং করার পরিপ্রেক্ষিতে একটি পুকুরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়েছে। আর রেলের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল। শুধু ক্ষোভে ফেটে পড়া নয়, তারা এলাকার পুজো কমিটিদের নিয়ে রীতিমত স্টেশনের সামনে বিক্ষোভ দেখাই ও স্টেশন মাস্টারকে স্মারকলিপি জমা দেয়।

এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর শহরে। দুবরাজপুর শহরের ঠাকরুন বাঁধ নামে একটি পুকুরের পাড় রেল ঘিরে দিয়েছে। রেল নিজের জায়গা ঘিরলেও তাদের এমন পদক্ষেপে ওই পুকুরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: SIR আতঙ্কে ব্যাঙ্কে রাখা টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা! আজব কাণ্ড বীরভূমে

এমন ঘটনার প্রতিবাদে তৃণমূল এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে দুবরাজপুর স্টেশনের সামনে রবিবার বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন জমা দেয়। তাদের এমন বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেওয়ার মূল কারণ হলো, ওই পুকুরে বিভিন্ন ক্লাব ও পুজো কমিটি দুর্গা পুজো সহ অন্যান্য পুজোর ঘট আনা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন করে থাকে। আর রেলের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ, হিন্দু ধর্মের রক্ষক হলে দাবি করা বিজেপি সরকার বাংলা থেকে দুর্গাপুজো মুছে দিতে চাইছে। এমনকি তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে এলাকার বিধায়ক বিজেপি হলেও সেই বিধায়ককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।

তৃণমূলের এমন দাবি দাওয়া ও অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়ক অনুপ সাহা জানিয়েছেন, এসব নাটক ছাড়া আর কিছু নয়। কেননা শহরের মধ্যেই অনেক পুকুর রয়েছে যেগুলি তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে পৌরসভার সদস্যরা বুজিয়ে দিচ্ছে বা বোজানোর চেষ্টা করছে। আর রেলের এমন কাজের পরিপ্রেক্ষিতে যদি ক্লাব কর্তৃপক্ষ আগাম আবেদন জানাতো বা জানাই তাহলে রেল তা বিবেচনার সঙ্গে বিচার করে ব্যবস্থা গ্রহণ করবে।