বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা তিন মাস ধরে বেতন পায়নি। টানা তিন মাস ধরে বেতন না পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। আর এমন পরিস্থিতিতে পাওনা টাকা আদায় করতে বিক্ষোভে নামলেন ওই সকল অস্থায়ী কর্মীরা। তাদের এই আন্দোলনে মাথা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অস্থায়ী কর্মীদের এমন বিক্ষোভ মঙ্গলবার সকাল থেকে দেখা যায় বোলপুরের শিবপুরে অবস্থিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। যে বিশ্ববিদ্যালয় এখন মডেল বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত। আর এই মডেল বিশ্ববিদ্যালয়ের সামনে এমন বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: Aadhaar Card: একই নম্বরের আধার কার্ড দুই যুবকের! চরম সমস্যায় বীরভূমের দুই ভাই
পাওনা টাকা আদায়ের দাবিতে মঙ্গলবার অস্থায়ী কর্মীদের বিক্ষোভের পাশাপাশি তাদের অভিযোগ, যারা এখানে বিশ্ববিদ্যালয় করার জন্য রাজ্য সরকারকে জমি দিয়েছে তাদের বাদ দিয়ে বাইরে থেকে লোকজনকে এনে চাকরি দেওয়া হচ্ছে। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতেই এদিন বিক্ষোভের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়।
বিক্ষোভরত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন মাস ধরে বেতন দেবো করে আর দিচ্ছে না। এমন অবস্থায় ৪০ জন অস্থায়ী কর্মী বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন। তারা এখন তাদের সমস্ত বকেয়া বেতন দাবি করছেন।
উপাচার্য দিলীপ মাইতি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের কাজ করে পিডব্লিউডি। তারা টাকা দিয়ে দেবো বলেছে আর টাকা দিলেই সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এইভাবে তৃণমূল নেতৃত্ব যে বিক্ষোভে নেমেছে তাতে তিনি অবাক। এছাড়াও পুলিশ পেলেও পুলিশ সেই ভাবে কিছু করছে না বলেও অভিযোগ করেছেন উপাচার্য দিলীপ মাইতি।