এসআইআর হেয়ারিং প্রক্রিয়া চলাকালীন এখন বিভিন্ন স্তরের মানুষদের ডাক পড়ছে। আর এই সকল মানুষদের মধ্যে আবার অনেকেই রয়েছেন তৃণমূলের সাংসদ, অনেকেই রয়েছেন তৃণমূলের নেতা। সেই রকমই হেয়ারিংয়ের জন্য ডাক পরল দুবরাজপুর চক্রের তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি অরিন্দম চ্যাটার্জি ও তার ভাইয়ের।
তারা এস আই আর ফর্ম ঠিকঠাক ফিলাপ করলেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের পদবীতে। তাদের পদবি চ্যাটার্জী, তারা এস আই আর ফর্মে প্রজনি লিংক হিসাবে তাদের দাদুকে এড করেছিলেন। কিন্তু ইলেকশন কমিশনের পোর্টালে তাদের দাদুর নামের পদবীতে চ্যাটার্জি বানান রয়েছে chyataji। এরই পরিপ্রেক্ষিতে তাদের HEARING এ ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু ওই তৃণমূল শিক্ষক নেতার দাবি, ইলেকশন কমিশন কোথায় থেকে এমন বানান পেল তারা খুঁজে পাচ্ছেন না এবং ইলেকশন কমিশনের ভুলের জন্য তাদের এইভাবে হেয়ারিং এ যেতে হচ্ছে ও হারেসমেন্ট হতে হচ্ছে।
