টলিউডের ভাঁড়ার ফাঁকা! বলিউডে পাড়ি দিচ্ছেন এই ৫ তারকা

বর্তমানে বাংলার অনেক অভিনেতা এবং অভিনেত্রীকে বলিউড এবং দক্ষিণী ভাষার ছবিতে কাজ করতে দেখা যাচ্ছে। যীশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে এখন বাংলার অনেকেই অন্যত্র চুটিয়ে কাজ করছেন। খুব তাড়াতাড়িই এবার সেই খাতায় নাম লেখাতে চলেছেন বাংলার আরো পাঁচ সেলিব্রিটি। শোনা যাচ্ছে টলিউডের এই পাঁচজন সেলিব্রেটিকে এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যেতে পারে।

খোদ প্রসেনজিৎ এবার টলিউড ছেড়ে যাচ্ছেন বলিউডে। অবশ্য অনেক আগেই তিনি চাইলে বলিউডে যেতে পারতেন। কিন্তু লোভ সামলে তিনি থেকে গেছেন টলিউডে। শোনা যাচ্ছে, হিন্দি ইন্ডাস্ট্রির এক নামী পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির আগামী ওয়েব সিরিজে তিনি অভিনয় করবেন। সেখানে তার সঙ্গে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারী।

রাজার সাথে রানীও অর্থাৎ, বাংলা সিনেমার অন্যতম নায়িকা ঋতুপর্ণাও প্রসেনজিৎ-এর মতই যাচ্ছেন বলিউডে। অবশ্য এর আগেও বলিউডে কাজ করেছেন তিনি। তবে এবার নাকি কাজ করবেন ওয়েব সিরিজে। অনেকগুলি প্রযোজনা সংস্থার সঙ্গে তার কথাবার্তাও হয়ে গিয়েছে ইতিমধ্যে। শীঘ্রই আমরা কোনও এক নতুন ওয়েব সিরিজে ঋতুপর্ণার অভিনয় দেখতে পাবো।

মিমি চক্রবর্তীর নামও অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এই বার তিনি নিজেই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তিনি খুব শিগগির হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন। শুটিংও শুরু করবেন খুব তাড়াতাড়ি। তবে চুক্তির কারণে তিনি এর বেশি আর কিছুই বলতে পারছেন না।

প্রিয় বান্ধবী মিমির মতোই নুসরতও নাকি বাংলা ছেড়ে যাচ্ছেন বলিউডে। এরই মধ্যে তার কাছে বেশ কয়েকটি হিন্দি ওয়েব সিরিজের প্রস্তাবও এসেছিল। কিন্তু ছেলে ছোট থাকার জন্য তিনি সেই কাজগুলো করতে রাজি হননি। তবে এখন ছেলে একটু বড়ো হওয়ায় তিনি নিজেকে প্রস্তুত করে নিয়েছেন কাজের জন্য। তাই এবার প্রস্তাব পেলে কাজ করতে রাজি নুসরাতও।

দেব একজন সফল অভিনেতা হবার পাশাপাশি একজন ভালো সাংসদ, তথা ভালো মনের মানুষ। এখন তিনি টলিউডে কাজ করছেন দাপিয়ে। তবে খুব শীঘ্রই তাকেও নাকি হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে। যদিও, দেব অবশ্য জানিয়েছেন, এই খবরটা মিথ্যা। তবে তিনি বলেছেন, ওটিটিতে এখন যথেষ্ট উন্নতমানের কাজ হচ্ছে। তাই ভালো কোনো গল্প পেলে আগামীদিনে তিনিও ওয়েবসিরিজে অভিনয় করতে রাজি।