ধোনির সেরা কয়েকটি রান আউট-স্ট্যাম্পিং, যা চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল ভারতের প্রাক্তণ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির আবার কি প্রত্যাবর্তন হবে আন্তর্জাতিক ক্রিকেটে, নাকি তিনি এবার বিদায় জানাবেন নীল জার্সিকে। কারণ ভারতীয় এই প্রাক্তণ অধিনায়ককে ২০১৯ সালের বিশ্বকাপের পর আর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে নামতে দেখা যায়নি। কখনো তিনি পরিবারের সাথে সময় কাটিয়েছেন, কখনো আবার অন্যান্য জায়গায় নিজেকে ব্যস্ত করেছেন। তবে দীর্ঘদিন ধরে জল্পনা চললেও কোনদিন মুখ খুলতে দেখা যায়নি তাকে। আর সেই সকল জল্পনার অবসান ঘটিয়ে ১৫ই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে তিনি তার অনুরাগীদের মন ভাঙলেও একাধিক রেকর্ড রেখে গেলেন ক্রিকেটের ইতিহাসে।

১৯৮১ সালের ৭ জুলাই ঝাড়খণ্ডের রাঁচিতে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার ভারতীয় দলের হয়ে প্রথম নীল জার্সি পড়েন ২৩ শে ডিসেম্বর ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে। প্রথম খেলাতেই তিনি দুর্ধর্ষ ব্যাটিংয়ের দৌলতে নজর কেড়েছিলেন তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্সের জেরে একসময় ভারতীয় দলের অধিনায়কত্ব বর্তায় তার উপর এবং সেই দায়িত্বভার গ্রহণ করে তিনি অনন্য নজিরও সৃষ্টি করেছেন। তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যার অধীনে ভারতীয় ক্রিকেট দল আইসিসির সব রকম ট্রফি নিজেদের ঘরে নিয়ে আসে। তার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ২০০৭ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে, ২০১১ সালে জিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আর ২০১৩ সালে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে আসে।

দলের হয়ে তিনি ৯০ টি টেস্ট ম্যাচ খেলে ৪৮৭৬ রান দলকে উপহার দেন। টেস্টে তার এভারেজ ৩৮.১ এবং স্ট্রাইক রেট ৫৯.১। এক দিবসীয় ক্রিকেটে ৩৫০ টি ম্যাচে সংগ্রহ করেছেন ১০৭৭৩ রান। এভারেজ ৫০.৬ এবং স্ট্রাইক রেট ৮৭.৬। টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৮ টি ম্যাচে সংগ্রহ ১৬১৭ রান। এভারেজ
৩৭.৬ এবং স্ট্রাইক রেট ১২৬.১।

তবে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরম্যান্সের থেকেও বড় উপাধি হলো উইকেট কিপার। তিনি ভারতীয় দলে আসার পর থেকেই ভারতীয় দল একমাত্র স্থায়ী উইকেটকিপার পায়। উইকেট কিপিংয়ে মহেন্দ্র সিং ধোনি টেস্টে ২৫৬ টি ক্যাচ, ৩ টি রান আউট এবং ৩৮ টি স্ট্যাম্পিং করেছেন। এক দিবসীয় ক্রিকেটে তিনি ৩২১ টি ক্যাচ, ২২ টি রান আউট এবং ১২৩ টি স্ট্যাম্পিং করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৭ টি ক্যাচ নিয়েছেন, ৮ টি রান আউট এবং ৩৪ টি স্ট্যাম্পিং করেছেন।

মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট জীবনে এমনই কতকগুলি রানআউট ও স্ট্যাম্পিং রয়েছে যেগুলি বরাবর চমকে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহলকে। পাখির মতো উড়ে এসে বল ধরেই সঙ্গে সঙ্গে তা উইকেটের দিকে ছুঁড়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল তার। আর এই ক্ষমতার বলে ব্যাটসম্যানরা বুঝে উঠতেই পারতেন না কিভাবে রান আউট বা স্ট্যাম্পিং বা রান আউট হলেন।

এমনকি কখনো কখনো এই সকল স্ট্যাম্পিং ও রান আউটের পর আম্পায়ারদেরও হতবাক হয়ে তাকাতে হয়েছে। আর এই সকল রানআউট আর স্ট্যাম্পিং ধোনির অবসর কালে ভারতীয়দের কাছে স্মৃতি হয়ে রইলো। পাশাপাশি স্মৃতি হয়ে রইল ধোনির হেলিকপ্টার শট। তবে ধোনি প্রেমীদের কাছে আশার আলো এটাই যে নীল জার্সি থেকে অবসর গ্রহণ করলেও আগামী আইপিএলে ধোনিকে দেখা যাবে হলুদ জার্সি গায়ে।