টানা ৭ দিন বীরভূমের শহরাঞ্চলে চলবে না টোটো থেকে চারচাকা, রইল সময়

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপূজোয় শহরাঞ্চলে যাতে যানজট তৈরি না হয় তার জন্য যান নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল বীরভূম জেলা প্রশাসন। এই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে টানা ৭ দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে টোটো থেকে চার চাকা সহ সমস্ত ধরনের ভারী যানবাহন চলাচল। মূলত বীরভূমের পৌরসভা এলাকাগুলিতে এমন যান নিয়ন্ত্রণ করা হবে।

এই যান নিয়ন্ত্রণ করার জন্য সিউড়ি, বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া প্রতিটি পৌরসভা ঢোকার জন্য যে সকল রাস্তা বা মোড় রয়েছে সেখানে তৈরি করা হয়েছে বাঁশের অস্থায়ী ব্যারিকেড। সেখানে মোতায়েন করা হবে পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার। তারাই এই ধরনের যান শহরে ঢোকার আগেই আটকে দেবেন।

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ টোটো থেকে শুরু করে অন্যান্য সমস্ত যানবাহন রুখে দেওয়া হলেও জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কোন বাধা থাকবে না। তারা যেকোনো সময় যাতায়াত করতে পারবে।

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত বীরভূমের প্রতিটি পৌরসভা এলাকার কথা মাথায় রেখে। এমনিতেই এই সকল পৌরসভা এলাকার খুব ঘিঞ্জি। যে কারণে যানজটের সমস্যা সারা বছরই রয়েছে। এই অবস্থায় পূজোর সময় যদি বেশি মাত্রায় টোটো এবং চারচাকা বা অন্যান্য যানবাহন প্রবেশ করে তাহলে সাধারণ দর্শনার্থীদের পক্ষে ঘুরে ঠাকুর দেখা সম্ভব হবে না। এই সকল বিভিন্ন দিকের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।

প্রশাসনিক ভাবে জানানো হয়েছে, টোটো, চারচাকা এবং অন্যান্য যানবাহন বীরভূমের বিভিন্ন পৌরসভা এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকাল চারটে থেকে এই যান নিয়ন্ত্রণ করা হবে এবং তা চলবে রাত্রি ১১টা পর্যন্ত।