Toto Stand: শপিংমলের সামনে টোটো স্ট্যান্ড, ইউনিয়নের বাড়াবাড়িতে ব্যবসা বন্ধের উপক্রম

Toto Stand: শপিংমলের সামনে টোটো স্ট্যান্ড! যে কারণে শপিংমলে কাস্টমারদের প্রবেশের জো নেই! এমনকি শপিংমলে আসা কাস্টমাররা নিজেদের যানবাহন রাখার জায়গা পর্যন্ত পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।

এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারে। যেখানে সম্প্রতি তৈরি হওয়া একটি শপিংমলের সামনে এমন ঘটনা ঘটেছে। ওই শপিংমলের সামনে বৃহস্পতিবার সকাল থেকে টোটো চালকরা লাইন দিয়ে নিজেদের টোটো স্ট্যান্ড (Toto Stand) করার। দাবি, তাদের ইউনিয়নের সেক্রেটারি এখানে টোটো স্ট্যান্ড করার জন্য বলেছেন। যে ইউনিয়নের কথা বলা হচ্ছে সেই ইউনিয়নটি তৃণমূল ঘনিষ্ঠ ইউনিয়ন বলেই জানা গিয়েছে।

তবে প্রশ্ন হল, কেন টোটো ইউনিয়নের (Toto Stand) এমন উপদ্রব? এর পিছনে যা শোনা যাচ্ছে তাতে বেসরকারি ওই শপিং মলের থেকে এবার দুর্গা পুজোয় এক লক্ষ টাকার বেশি চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু মল কর্তৃপক্ষ সেই চাঁদা না দেওয়াই এমন উপদ্রব শুরু হয়। শপিং মলের সামনেই সারিবদ্ধ ভাবে টোটো দাঁড় করিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে বিজেপির তরফে তৃণমূলের দৌরাত্মকেই দাবি করা হয়েছে। অন্যদিকে ইলামবাজারের ভিডিও জানিয়েছেন, লিখিত অভিযোগ এলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।