রাজ্যে একের পর এক রুটে বন্ধ হচ্ছে টোটো, এবার এই রুটে উঠলেই হাড়ে হলুদ

নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার ক্ষেত্রে টোটো (Toto) যেমন বহু মানুষের কাছে অত্যন্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই রকমই আবার প্রয়োজনের থেকে অতিরিক্ত টোটো হওয়ার ফলে বেড়েছে যানজট। মূলত বিপুল সংখ্যক অবৈধ টোটো রাস্তায় নামার কারণে এমন বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আর এবার এই সমস্যায় লাগাম টানতে নড়েচড়ে বসেছে প্রশাসন।

এমনিতেও যানজট এবং দুর্ঘটনা এড়াতে যে নিয়ম রয়েছে তাতে রাজ্য সড়ক ও জাতীয় সড়কে টোটো অথবা এই ধরনের তিন চাকা যানবাহন চলাচল নিষিদ্ধ। কিন্তু সে সকল নিয়মকে অমান্য করে অবাধে চলছে টোটোর যাতায়াত। এবার এই ধরনের ঘটনায় লাগাম টানার জন্য ইতিমধ্যেই রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে ছয় দফা নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেই নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন রুটে বন্ধ করে দেওয়া হচ্ছে টোটো যাতায়াত, এমনকি নিয়ম অমান্য করলে চলছে ধরপাকড়।

রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে যে ছয় দফা নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে আগের মতোই উল্লেখ রয়েছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের উপর টোটো অথবা এই ধরনের তিন চাকার যানবাহন চালানো যাবে না। এছাড়াও নির্দিষ্ট কিছু রুট বন্ধ করে দেওয়া হবে টোটো চালকদের জন্য। শহর এলাকায় যে সকল টোটো রয়েছে সেই সকল টোটো নির্দিষ্ট রুট ভাগ করে পরিসেবা দেবে। বাইরের টোটো শহরে প্রবেশ করতে পারবে না। যদি অন্য এলাকা থেকে শহরে যাত্রী নিয়ে টোটো আসে তাহলে যাত্রী নামানোর পরই তাদের ফিরে যেতে হবে অথবা ওই রুটে কোন যাত্রী থাকলে তা নিয়ে যেতে পারা যাবে। কিন্তু শহরে ঢোকার পর আর অন্যান্য রুটে যাতায়াত করা যাবে না। এছাড়াও শহরের মধ্যে যানজট যাতে না হয় তার জন্য সিডিউল করে পরিষেবা দিতে হবে।

এই সকল নির্দেশিকা অমান্য করে টোটো চালানোর জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনের তরফ থেকে ধরপাকড় চালানো হচ্ছে। ঠিক সেই রকমই এবার গত মাসে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ১৫ নম্বর রেলগেট থেকে চিড়িয়া মোড় পর্যন্ত টোটো চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর এবার ৯ অক্টোবর থেকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের যুগীবটতলা থেকে ফুলতলা পর্যন্ত, মেইন রোডে বন্ধ থাকবে টোটো চলাচল। এই রুটে এবার টোটো চলাচল করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

তবে এই খবর ছড়িয়ে পড়ার পর রীতিমত ক্ষোভ বাড়তে শুরু করেছে টোটো চালকদের মধ্যে। টোটো চালকদের বক্তব্য, প্রশাসন যদি আগেই ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজ এমন পরিস্থিতি তৈরি হতো না। এখন প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার ফলে অনেকের সংসার বানের জলে ভেসে যাবে। কেননা অনেকেই রয়েছেন যারা টোটো চালিয়েই নিজেদের সংসার চালান।