Birbhum: গুজরাটের সুরাতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ গেল বীরভূমের যুবকের। ওই যুবক সুরাটে ১০ বছরের বেশি সময় ধরে সেলাইয়ের কাজ করতেন। কিন্তু আচমকা একটি দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নিল।
বীরভূমের (Birbhum) নানুরের পাপুরি গ্রামের ওই যুবক হলেন 32 বছর বয়সি শাহনাওয়াজ শেখ। শাহনাওয়াজ শেখের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু সম্পর্কে যা জানা যাচ্ছে তা হলো, গত সোমবার বিকেল পাঁচটা নাগাদ খাবার আনতে তিনি স্কুটিতে করে বেরিয়েছিলেন। রাস্তায় একটি ডাম্পারের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাদাসিধে, চাষাভুষো মানুষটা অনলাইনে ওটিপি জোগাড় করে হাতিয়ে নিল ৫ লক্ষ টাকা
ওই যুবকের বাড়ি বীরভূমের নানুরের পাপুরি, যা বীরভূম (Birbhum) জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গ্রাম। স্বাভাবিকভাবেই এমন ঘটনার খবর পেতেই তিনি তড়িঘড়ি ওই পরিবারের কাছে পৌঁছান এবং পাশে থাকার আশ্বাস দেন