বিজ্ঞাপনের জ্বালায় টিভি দেখা দায়, কড়া পদক্ষেপের পথে TRAI

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য জিনিসপত্রের মত দিন দিন বেড়ে চলেছে টিভি দেখার খরচ। ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল (Tv Channel) সংস্থাগুলি তাদের চ্যানেলের খরচ এতটাই বাড়িয়ে দিয়েছে যে তা আমজনতার কাছে বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। এরই মাঝে আবার শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে টিভি দেখার খরচ আরও বাড়তে চলেছে।

তবে টিভি দেখার খরচ বাড়লেও শান্তি নেই দর্শকদের মধ্যে। টাকা দিয়ে চ্যানেল দেখলেও বিজ্ঞাপনের জ্বালায় টিভি দেখা দায় হয়ে পড়েছে। আমজনতারা টিভিতে এই মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন নিয়ে যেমন অতিষ্ঠ, ঠিক তেমনি অনেকেই এই মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের জেরে টিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে এসবের পরিপ্রেক্ষিতে এবার ট্রাই করা পদক্ষেপ নেওয়ার পথে হাঁটলো। তারা বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

তবে ট্রাই-এর এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তাদের ওপর চটেছে News Broadcasters Association বা NBA সহ বেশ কয়েকটি চ্যানেল কর্তৃপক্ষ। তাদের দাবি টিভিতে বিজ্ঞাপনের সময়সীমা বেঁধে দেওয়ার কোন রকম ক্ষমতা নেই ট্রাই কর্তৃপক্ষের। পাশাপাশি তারা অভিযোগ করেছেন, ট্রাই-এর এমন পদক্ষেপ অনধিকার হস্তক্ষেপ।

যদিও ১৯৯৪ সালের একটি আইন রয়েছে যেখানেই টিভিতে দেখানো এই বিজ্ঞাপনের বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া রয়েছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস (CTN/Cable TV Rules) অনুযায়ী টিভিতে অনুষ্ঠান দেখানোর ক্ষেত্রে ঘন্টায় সর্বাধিক ১২ মিনিট বিজ্ঞাপন দেখানো যেতে পারে। এই ১২ মিনিটের মধ্যে আবার ২ মিনিট চ্যানেলের নিজস্ব প্রচারমূলক বিজ্ঞাপনের জন্য এবং বাকি ১০ মিনিট অন্যান্য বাণিজ্যিক বিজ্ঞাপন দেখানোর জন্য।

কিন্তু বর্তমানে অধিকাংশ দর্শকদের অভিযোগ এই নিয়ম কোনোভাবেই মানছে না অধিকাংশ চ্যানেল কর্তৃপক্ষ। অধিকাংশ ক্ষেত্রেই বিজ্ঞাপন দেখানোর সর্বাধিক সময়সীমা অতিক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। এক্ষেত্রে ট্রাই আদালতের দ্বারস্থ হয়ে ১৯৯৪ সালের সেই আইন মনে করিয়ে দিতে চেয়েছে।