উল্টোপাল্টা কলে অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের দিন শেষ! এই অ্যাপ ইনস্টল করলেই কেল্লাফতে

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে লক্ষ্য করলে দেখা যাবে অধিকাংশ মানুষের হাতেই এসে গেছে স্মার্টফোন (Smart Phone)। স্মার্ট ফোন এসে যাওয়ার পাশাপাশি সেই সকল স্মার্টফোনে বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপ সহ আর্থিক লেনদেনের জন্য নানান ধরনের অ্যাপ ইন্সটল করা হয়। কিন্তু ইদানিংকালে বেশ কিছু ঘটনায় লক্ষ্য করা যাচ্ছে, উল্টোপাল্টা কল অর্থাৎ স্প্যাম কলের (Spam Call) মাধ্যমে গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে দেওয়া হচ্ছে। এবার এই ধরনের স্প্যাম কল আটকানোর জন্য এসে গেল একটি মোক্ষম অ্যাপ। যে অ্যাপটি ইন্সটল করলেই রীতিমত কেল্লাফতে।

দেশের নাগরিকদের ফোনে আসা এই ধরনের স্প্যাম কল আটকানোর জন্য যে অ্যাপ তৈরি করা হয়েছে সেটি সরকারিভাবে আনা হয়েছে। অ্যাপটি এনেছে Trai। যদিও এই অ্যাপের কাজ এখনো শেষ হয়নি বলেই জানা যাচ্ছে। তবে এই অ্যাপ ইতিমধ্যেই গুগল প্লে স্টোর সহ অন্যান্য অ্যাপ স্টোরে উপলব্ধ রয়েছে। এই অ্যাপটি স্মার্টফোন ব্যবহারকারীদের স্প্যাম কল সুরাহার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

ট্রাইয়ের তরফ থেকে নতুন যে অ্যাপটি আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে TRAI DND। এই নামে গুগল প্লে স্টোরে খুঁজলেই অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটি ইনস্টল করার আগে দেখে নিতে হবে অ্যাপের প্রস্তুতকারক হিসাবে TRAI এর নাম রয়েছে কিনা। বর্তমানে এই অ্যাপের বেশ কিছু বাগ রয়েছে বলে জানা গিয়েছে এবং সেই সকল বাগ শীঘ্রই সমাধান করে ভারতীয় নাগরিকদের ব্যবহারের জন্য উপযুক্ত করা হবে। যে সকল সমস্যা রয়েছে সে সকল সমস্যা সমাধানের পর আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ লঞ্চ করা হবে।

তবে এই অ্যাপ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার আগেই কিভাবে এটি ব্যবহার করতে হবে তা জানা গিয়েছে। যখনই এই অ্যাপটি ফোনে ইনস্টল করা হবে তখনই ব্যবহারকারীকে দেখিয়ে দেওয়া হবে তার ফোনে কতগুলি সিম কার্ড রয়েছে এবং তা কোন সংস্থার। এরপর অ্যাপের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া বক্সে সেই সংস্থার মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর পরবর্তী পর্যায়ে যেতে হবে। পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য ওই মোবাইল নম্বরগুলিতে একটি করে ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশনের পরই পরবর্তী পর্যায়ে যাওয়া সম্ভব।

ভেরিফিকেশন করে পরবর্তী পর্যায়ে যাওয়ার পর সেখানে অবাঞ্ছিত নম্বর থেকে আসা কল এবং এসএমএস বন্ধ করার অপশন দেওয়া হবে। সেই অপশনে ক্লিক করে এই ধরনের অবাঞ্ছিত কল ও এসএমএস বন্ধ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে রিপোর্ট দায়েরও করতে পারবেন। এছাড়াও আপনার টেলিকম সার্ভিস প্রোভাইডারের কাছে ওই নম্বরের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।