বদলে যাচ্ছে গোটা দেশের নাম্বার! ট্রাইয়ের নয় সিদ্ধান্তে জল্পনা শুরু

নিজস্ব প্রতিবেদন : ভারতে টেলিযোগাযোগের চাহিদা দিন দিন বাড়ছে। আর সেই চাহিদা পূরণে প্রয়োজন হয়ে উঠেছে বিপুল সংখ্যক মোবাইল নাম্বারের। আর এই চাহিদার ভিত্তিতে নয়া পদক্ষেপের পথে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই।

নয়া পদক্ষেপে তারা ১০ সংখ্যার মোবাইল নাম্বারের পরিবর্তে ১১ সংখ্যার মোবাইল নাম্বার চালু করার ভাবনা এনেছে। ট্রাই সূত্রে জানা গিয়েছে, ভারতে ১০ ডিজিটের যে সকল মোবাইল নাম্বার রয়েছে, যেগুলি ৬, ৭, ৮ অথবা ৯ দিয়ে শুরু সেগুলি দিয়ে ২১০ কোটি মোবাইল নাম্বার দেওয়া সম্ভব। কিন্তু দেশে যেভাবে মোবাইল নাম্বারের চাহিদা বাড়ছে তাতে ২০৫০ সালের মধ্যে সেই চাহিদা পৌঁছে যাবে ২৬০ কোটিতে। যা পুরাতন পদ্ধতিতে পূরণ করা সম্ভব নয়।

আর এই চাহিদা পূরণের জন্যই ট্রাই ১০ ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নাম্বারের পথে হাঁটতে চলেছে।

মোবাইল নাম্বারের চাহিদার ভিত্তিতে এ যাবৎ দুবার নাম্বারিং পদ্ধতি পরিবর্তনের পথে হেঁটেছিল ট্রাই। প্রথমবার ১৯৯৩ এবং পরের বার ২০০৩ সালে।

ট্রাই জানিয়েছে, ২০০৩ সালে এই নাম্বারিং পদ্ধতি পরিবর্তন করার পর ৭৫ কটি নতুন টেলি সংযোগ যোগ করা সম্ভব হয়েছিল। যার মধ্যে ৪৫ কোটি ছিল মোবাইল নাম্বার এবং ৩০ কোটি ছিল ল্যান্ড ফোন নাম্বার। আর এবার নতুন করে চাহিদা পূরণে আবারও পদক্ষেপের পথে ট্রাই।