India Train Fare : ভারতের ট্রেন ভাড়া কত কম? জানুন বাংলাদেশ-পাকিস্তানের তুলনা

India Train Fare : দিন যত এগোচ্ছে ততই কেন্দ্রীয় সরকারের তরফে ভারতের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হচ্ছে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে ভারতের বুকে হাইপারলুপ ট্রেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে। আর এবার মিলল এক নয়া তথ্য।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে সোমবার জানা গিয়েছে, যে ৩৫০ কিমি রেলপথে যাত্রার জন্য ভারতীয় রেল জেনারেল ক্লাসের জন্য ১২১ টাকা ধার্য করে। তার সঙ্গেই বাংলাদেশ-পাকিস্তানে রেলের খরচ সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন।

অশ্বিনী বৈষ্ণব সোমবার রাজ্যসভায় বক্তব্যের মাঝে বলেন যে পশ্চিমী দেশগুলি ভারতের তুলনায় ১০ থেকে ২০% বেশি ভাড়া নিয়ে থাকে। পাকিস্তানে ৩৫০ কিমি রেলপথে যাত্রার জন্য খরচ পড়ে ৪৩৫ টাকা। অন্যদিকে শ্রীলঙ্কায় ও বাংলাদেশে যথাক্রমে ৪১৩ টাকা ও ৩২৩ টাকা খরচ হয়। যা ভারতের তুলনায় অনেক বেশি।

তিনি আরও জানিয়েছেন, ২০২০ সালের পরবর্তী সময়ে রেলের তরফে কোনও ভাড়া বাড়ানো হয়নি। যা যাত্রীদের জন্য অত্যন্ত স্বস্তির। ভারতীয় রেল যাত্রীদের ভাড়াবাবদ ৪৭% ভর্তুকি হিসেবেও দেওয়া হচ্ছে।

মন্ত্রীর কথায়, “প্রতিবেশী দেশগুলির সঙ্গে তুলনা করলে দেখা যাবে আমাদের দেশে যাত্রীদের জন্য রেলের ভাড়া সবচেয়ে কম। ৩৫০ কিমির যাত্রা দেখলে ভারতে জেনারেল ক্লাসের জন্য চার্জ মাত্র ১২১ টাকা অন্যদিকে পাকিস্তানে ৪৩৬ টাকা, বাংলাদেশে ৩২৩ টাকা এবং শ্রীলঙ্কায় ৪১৬ টাকা চার্জ নেওয়া হয়”।