Train Wheels: গাড়ি-বাইকের মত ট্রেনের চাকাও বদলাতে হয়, জানেন কত বছর পর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Like other cars, train wheels need to be replaced every few years: ভারতীয় পরিবহন ব্যবস্থার প্রধান অংশ হলো ভারতীয় রেল পরিষেবা। প্রতিদিন কোটি কোটি মানুষ এই পরিষেবা ব্যবহার করেন বহু মানুষের রুজি রোজগারও চলে ট্রেনের উপর ভরসা করে। কিন্তু অন্যান্য যানবাহনের মত ট্রেনও চলে চাকার (Train Wheels) উপর নির্ভর করে। ট্রেনের চাকার আয়ু কত দিন? একটানা কতদিন ব্যবহার করা যায় ট্রেনের চাকাগুলি? অন্যান্য যানবাহনের মত ট্রেনের চাকাও কি মেয়াদ শেষে পরিবর্তনশীল? ইত্যাদি প্রশ্নের উত্তর রইল আজকের প্রতিবেদনে।

Advertisements

ট্রেনের চাকা (Train Wheels) লাইন চ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়তে শোনা গেছে বহুবার। কিন্তু ট্রেনের চাকা ফেটে যাবার বা ভেঙ্গে যাবার ঘটনা খুব একটা চোখে পড়ে না। আলাদা কর্মক্ষমতা সম্পন্ন ট্রেনের জন্য আলাদা আলাদা রকমের চাকা ব্যবহার করা হয়। সাধারণত যাত্রীবাহী ট্রেনের চাকার ওজন ২৩০ কেজি থেকে ৬৮০ কেজির মধ্যেই হয়। তবে, মালবাহী ট্রেনের ক্ষেত্রে চাকার আয়তন যাত্রীবাহী ট্রেনের তুলনায় অনেকটাই বড় হয়। মালবাহী ট্রেনের একেকটি চাকার ওজন ৯০০ কেজির আশেপাশেই থাকে।

Advertisements

ভারতীয় রেলগুলোর চাকা বেশিরভাগটাই তৈরি করা হয় ব্যাঙ্গালোরের কারখানায়। এছাড়াও ভারতের অন্যান্য অনেক কারখানাতেই রেলের চাকা তৈরি হয়। কিছু চাকা বিদেশ থেকে আমদানীয় করা হয়ে থাকে। চাকা তৈরীতে মূলত দুটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ ইস্পাত ও ঢালাই লোহা। এই দুটি উপাদানের সাহায্যে সাধারণত ট্রেনের চাকা (Train Wheels) তৈরি করা হয়। এছাড়া চাকার উপরে যে এক্সেল থাকে সেটিও ইস্পাত দিয়ে তৈরি করা হয়।

Advertisements

আরও পড়ুন ? Vande Metro Inside Video: লোকাল ট্রেনের মতোই আসন, রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা! সামনে এলো বন্দে মেট্রোর ভিতরের ভিডিও

ট্রেনের চাকা (Train Wheels) কতদিন পর্যন্ত স্থায়ী হবে বা কতদিন তাকে ব্যবহার করা যাবে, তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। ট্রেনটি কোন জলবায়ুর উপর দিয়ে চলাচল করে? চাকাগুলির ধারণ ক্ষমতা কত? প্রতিদিন কত কিলোমিটার পথ অতিক্রম করছে? সমগ্র ট্রেনটিতে মোট কতগুলি কোচ রয়েছে ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে একটি চাকার আয়ু নির্ধারণ করা হয়। যাত্রীবাহী ট্রেনগুলির ক্ষেত্রে, এক একটি চাকা তিন থেকে চার বছর ব্যবহার করা যেতে পারে। ৭০০০০ থেকে ১০০০০০ মাইল পথ অতিক্রম করতে পারে নির্ঝঞ্ঝাটে।

মালবাহী গাড়ির ক্ষেত্রে আয়ু এবং কর্মক্ষমতা দুটোই বেশ কিছুটা বেশি। মালবাহী ট্রেন গুলির চাকা আড়াই লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে অনায়াসে। এই চাকাগুলি ৪ থেকে ১০ বছর একটানা ব্যবহার করা যেতে পারে। নির্দিষ্ট সময়ের পর পরিবর্তনের প্রয়োজন হয় যাত্রীবাহী বা মালবাহী উভয় ট্রেনের চাকাই (Train Wheel)। ট্রেন পরিষেবা যেহেতু সম্পূর্ণভাবে অন্যান্য গাড়ির মতোই চাকার উপর নির্ভর করেই চলাচল করে তাই প্রতি তিন মাসে অন্তর প্রতিটি ট্রেনের চাকা যাচাই করে দেখা হয়। কোন রকম সমস্যা পাওয়া গেলে সাথে সাথে সেই চাকাটি পরিবর্তন করা হয়। ব্যাঙ্গালোরে তৈরি হওয়া চাকাগুলির ক্ষেত্রে ১ বছরের ওয়ারেন্টি থাকে।

Advertisements