Asansol Corporation Travel Initiative: গোয়া, গ্যাংটক, পুরিতে দূর হতে চলেছে থাকার চিন্তা! বড় উদ্যোগ নিচ্ছে আসানসোল কর্পোরেশন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Travel at low cost through this Travel Initiative of Asansol Corporation: বাঙালি হলো একটি ভ্রমণপ্রিয় জাতি, নিজের একঘেয়ে জীবন থেকে মুক্তি পাবার জন্য কাছে কিংবা দূরে যেকোনো জায়গায় চলে যেতে পারলে বাঙালির আর কিছু লাগেনা। বর্তমানে দীঘা, পুরী কিংবা দার্জিলিং ছেড়ে বেড়াতে যাওয়ার অন্যতম ডেস্টিনেশন হয়েছে গোয়া এবং গ্যাংটক। কিন্তু খরচের কথা মাথায় আসলে সব ইচ্ছা আর পূরণ করা হয়না। আবার বেড়াতে যাওয়ার অন্যতম একটি বড় খরচ হলো হোটেল বা রিসর্ট। দুই জায়গাতেই হোটেলের খরচ কিন্তু অত্যন্ত বেশি। সেই কারণেই মানুষের সুবিধার্থে এগিয়ে এসেছে আসানসোল পুরসভা, সেই কারণেই গোয়া এবং গ্যাংটকে রিসর্ট গড়তে আগ্রহী হল আসানসোল পুরসভা (Asansol Corporation Travel Initiative)।

Advertisements

সূত্র মারফত জানা গেছে যে, বছরের বেশিরভাগ সময় এই দুটি পর্যটনকেন্দ্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় বাঁধা হয়ে দাঁড়ায় হোটেল বা রিসর্ট সমস্যা। বিভিন্ন পর্যটকরা যাতে সস্তায় এই রিসর্টগুলিতে থাকতে পারে সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরীতে পুরসভার যে গেস্ট হাউস রয়েছে তাও সংস্কার করা হবে বলে জানানো হয়েছে। পুরসভার এহেন উদ্যোগে (Asansol Corporation Travel Initiative) উপকৃত হবে পর্যটকরা।

Advertisements

এই প্রসঙ্গে কি বলেছেন পুরসভার মেয়র বিধান উপাধ্যায়? পুরসভাকে ফাঁকি দিয়ে একাধিক অবৈধ নির্মাণ হয়েছে সেই জন্যই পালটা জরিমানা আদায়ের পথে হাঁটবে পুরসভা। এই মর্মে কলকাতা হাইকোর্ট একটি নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে আমাদের সমর্থন করেছে। সেখান থেকে পাওয়া টাকা দিয়ে মানুষের উন্ননমূলক কাজে ব্যবহার করা হবে। হকার মার্কেট থেকে শুরু করে ফুটপাথ সাজিয়ে তোলা হবে।

Advertisements

আরও পড়ুন ? পুরি গিয়ে থাকার চিন্তার দিন শেষ! তৈরি হচ্ছে বঙ্গনিবাস, জানুন কতগুলি রুম মিলবে ভাড়ায়

তিনি আরো বলেন যে, বহু মানুষ এমন আছে যারা ঘুরতে যেতে ভালোবাসেন। সেই উদ্দেশ্যেই পুরসভার পক্ষ থেকে (Asansol Corporation Travel Initiative) গোয়া এবং গ্যাংটকে রিসর্ট তৈরির কথা চিন্তা করা হয়েছে। সব ধরনের এবং সব শ্রেণীর মানুষের পক্ষেই এই রিসোর্টের ভাড়া দেওয়ার সামর্থ্য থাকবে। ঘুরতে যাওয়ার জন্য আর অর্থের চিন্তা করতে হবে না সাধারণ মানুষকে কারণ কম খরচাতেই তারা পেয়ে যাবে দুর্দান্ত সুযোগ। সেই জন্যই বকেয়া কর আদায় থেকে শুরু করে অবৈধ নির্মাণে জরিমানা আদায়ের জন্য উদ্যোগী আসানসোল পুরসভা। এই অর্থ দিয়েই পুরভাঁড়ার আরও ফুলে ফেঁপে উঠুক চাইছে পুরকর্তৃপক্ষ। আদায় করা এই অর্থই জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। আর সেই লক্ষ্যেই এই রিসর্ট কেনা হতে পারে।

পাহাড় এবং সমুদ্র দুটোই বাঙ্গালির প্রিয়। সেই কারণে আসানসোল পুরসভার পক্ষ থেকে মানুষের চাহিদা এবং ইচ্ছের কথা মাথায় রেখে পাহাড় এবং সমুদ্র দুই জায়গাতেই রিসোর্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে। যদি এক্ষেত্রে আইন বাধা হয়ে দাঁড়ায় তাহলে রিসর্ট লিজে নেওয়া হবে এবং তাতে শহরবাসীর সস্তায় থাকার ব্যবস্থা করা হবে।

Advertisements