ট্রেনের সফরে মাত্র ১ টাকা বাড়তি দিলেই ১০ লক্ষ! অনেকেই জানেন না

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ট্রেনের এই বিপুল চাহিদার কারণে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো ভারতীয় রেলের এমন কিছু নিয়ম রয়েছে যা অনেক যাত্রী জানেন না। এই সকল নিয়ম মেনে যেমন সতর্কভাবে যাত্রীদের যাতায়াত করতে হয় ঠিক সেইরকমই আবার এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি পালন করলে যাত্রীরা অনেক বেশি লাভের মুখ দেখেন। ঠিক সেই রকমই টিকিট বুকিং করার সময় মাত্র ১ টাকা বাড়তি দিলেই জীবনের সবচেয়ে বড় কভারেজ মিলতে পারে।

আসলে ভারতীয় রেলের তরফ থেকে ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য বীমার ব্যবস্থা করা হয়ে আসছে দীর্ঘদিন ধরেই। ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে যখন টিকিট বুকিং করা হয় তখন মাত্র এক টাকা দিয়ে এই বিমার সুবিধা পেতে পারেন যাত্রীরা। তবে এই বিমার সুবিধা পাওয়া যায় অনলাইনে। অনলাইনে টিকিট বুকিং করার সময় যাত্রীরা এই অপশন পান।

মাত্র এক টাকা দিয়ে কি কি সুবিধা পাওয়া যেতে পারে? এসবিআই জেনারেল ইনস্যুরেন্স কর্পোরেশন লিমিটেড ও লিবার্টি জেনারেল ইনস্যুরেন্স লিমিটেডের মাধ্যমে এই জীবন বিমা দেওয়া হয়ে থাকে। ট্রেনে সফর করার সময় যদি কোন যাত্রীর মৃত্যু হয়ে থাকে তাহলে সেই যাত্রীর পরিবার ১০ লক্ষ টাকা পান এই বিমার আওতায়।

এছাড়াও ট্রেনে সফল করার সময় কোন দুর্ঘটনা ঘটলে যাত্রী যদি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তাহলে তাকে সাড়ে সাত লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও গুরুতর আহত যাত্রীকে ২ লক্ষ টাকা এবং অল্পবিস্তর আঘাতপ্রাপ্ত যাত্রীকে ১০ হাজার টাকা দেওয়া হয়। ট্রেনে সফর করার সময় এমন অপ্রীতিকর ঘটনা ঘটবে না তার কোন গ্যারান্টি কেউ দিতে পারেন না। সুতরাং মাত্র এক টাকা খরচ করে যদি এত সুবিধা পাওয়া যায় তাহলে অসুবিধা কোথায়!