Birbhum: রাত্রিবেলায় বাড়ি ফেরার সময় এক আদিবাসী যুবককে ঘিরে ধরে তৃণমূলের বেশ কয়েকজন। আর তখনই জিজ্ঞেস করে মস্তান হয়েছিস? এরপরেই চলে বেধড়ক মারধর। এমনই অভিযোগ করছেন আক্রান্ত আদিবাসী যুবক রাম মুরমু।
শনিবার দুর্গাপুরে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বীরভূমের (Birbhum) বিভিন্ন প্রান্তের আদিবাসীরা। ঠিক সেই রকমই দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের রাম মুরমু গিয়েছিলেন। রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন তখনই তাকে দেখে তেতুলতলা তিনমাথা মোড়ের কাছে মারধর করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের নেতৃত্বে বলে অভিযোগ।
আরও পড়ুন: গ্রুপ ডির চাকরির পর এবার জুনিয়র কনস্টেবল, বাড়ি থেকে দেকে নিয়ে গিয়ে চাকরি বীরভূমে
ঘটনার প্রতিবাদ জানাতে রবিবার বীরভূমের (Birbhum) দুবরাজপুরে প্রায় চার ঘন্টা পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের সংগঠন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল নেতা তরুণ গড়ায়। তিনি এমন অভিযোগ অস্বীকার করার পাশাপাশি জানিয়েছেন, পুলিশ তদন্ত করে দেখুন এবং ব্যবস্থা নিক।