কেন্দ্রের পাঠানো চাল-ডাল দিয়ে নাম কেনার চেষ্টা চালাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির

হিমাদ্রি মণ্ডল : বীরভূমের সিউড়িতে শনিবার বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রের পাঠানো চাল লুঠের অভিযোগ আনলেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তৃণমূলের দুই মন্ত্রী আশীষ ব্যানার্জি ও চন্দ্রনাথ সিনহা বিজেপির বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উল্টে তিনি অভিযোগ করেন তৃণমূলের ১ থেকে ১০০ পর্যন্ত নেতা, A থেকে Z ক্যাটাগরির নেতা থেকে কর্মীরা কেন্দ্রের পাঠানো চাল লুট করছে। রেশন ডিলারদের জোর করে কেন্দ্রের পাঠানো চাল তাদের দিতে বাধ্য করছে। প্রশাসনকে এনিয়ে বার বার বলা সত্ত্বেও কোন কাজ হয় নি।

তিনি বলেন, “করোনা মোকাবিলায় কেন্দ্র সরকার স্পেশাল চাল-ডালের বন্দোবস্ত করেছে। আর সেগুলি রেশন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষ পেতেও শুরু করেছে এবং পাচ্ছেন। কিন্তু তৃণমূলের ১ থেকে ১০০ নেতারা ডিলারদের ভয় দেখিয়ে এই চাল লুট করেছে। আর সেই রেশন সামগ্রী নিয়ে তারা নিজেদের নামে ত্রাণ বিলি করে নাম কামাবার চেষ্টা করেছে। এরকম কয়েকটি ঘটনা আমাদের সামনে এসেছে, যেগুলি আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এগুলির কোন ব্যবস্থা এখনো হয়নি।”

এর পাশাপাশি তিনি জানান, “তৃণমূল কংগ্রেস রেশন দোকানের সামনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ছবিটা নিয়ে এমন হাবভাব করছে যাতে মনে হচ্ছে পুরো ত্রাণ সামগ্রীটাই রাজ্য সরকার দিচ্ছে। কেন্দ্র সরকারের বেশির ভাগ ত্রাণ সামগ্রী, রাজ্য সরকারের যৎসামান্য দেওয়া হলেও তৃণমূল নির্লজ্জভাবে ছবি টাঙিয়ে ১০০% নাম কেনার চেষ্টা চালাচ্ছে।”