তিলপাড়া ব্যারেজের পাশেই তৈরি হচ্ছে নতুন বাইপাস, কাজ শেষ হতে কতদিন সময় লাগবে

তিলপাড়া ব্যারেজের অবস্থা খারাপ হওয়ার পর থেকেই তিলপাড়া ব্যারেজের উপর যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আনে প্রশাসন। পরবর্তীতে মেরামতির কাজ অনেকটাই হওয়ার পর অন্যান্য যানবাহন চলাচলে অনুমতি দেওয়া হলেও পণ্যবাহী যানবাহন চলাচলে এখনো অনুমতি দেওয়া হয়নি। এমন অবস্থায় ট্রাক মালিকদের ঘুরপথে পণ্য সরবরাহ করার ক্ষেত্রে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে বারবার বাইপাস তৈরীর দাবি তোলা হয়।

বাইপাস তৈরীর ক্ষেত্রে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজের কাছেই নতুন একটি কজওয়ে তৈরির সিদ্ধান্ত নেন তারা। প্রশাসনের অনুমতি সাপেক্ষে সেই কজওয়ে তারাই তৈরি করবেন বলে আগেই জানিয়েছিলেন এবং সেই মতো প্রশাসনিক অনুমতি মিলতেই শুরু হয়েছে কওজয়ে তৈরীর কাজ।

আরও পড়ুন: কী ঘটছে অনুব্রত গড়ে! ফের উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকার বো*মা!

গত বুধবার ট্রাক মালিকদের তরফে এই কাজ শুরু করা হয়। কাজ শুরু হতেই ট্রাক মালিকরা খুব খুশি এবং তারা প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন এমন কজওয়ে তৈরীর অনুমতি দেওয়ার জন্য। এই কজওয়ে তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ হবে। তবে প্রশ্ন হল কজওয়েটি তৈরি হতে কতদিন সময় লাগবে?

বুধবার কাজ শুরু হওয়ার দিন ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়, ১৫ থেকে ২০ দিনের মধ্যেই কজওয়ে তৈরীর কাজ শেষ হয়ে যাবে। যদিও এর থেকেও আরও কিছুটা বেশি সময় লাগলেও লাগতে পারে বলেও দাবি করা হয়েছে। তবে তাদের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কজওয়ে তৈরি করে পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করে দেওয়া হবে। আর এই কজওয়ে নির্মাণের পর পণ্যবাহী যানবাহন চলাচলের ক্ষেত্রে যে সমস্যার তৈরি হয়েছিল তা থেকে মুক্তি পাবেন ট্রাক মালিকরা।