১৫ কেজি ধান আর ১২ কেজি আতব চালে তৈরি হচ্ছে তাজিয়া, মহরমে বড় চমক

লাল্টু : হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহরম। আর এই মাসের ১০ তারিখ হযরত সৈয়দ ইমাম হোসেন ইরাকের কারবালা প্রান্তরে এজিদের সৈন্যদের হাতে শহীদ হয়েছিলেন। তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই দিনে মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে শােভাযাত্রা করে থাকেন।

মহরম উপলক্ষে প্রতিবছরের মতাে এবছরও দুবরাজপুরের ইসলামপুর ডাঙ্গালপাড়ায় তাজিয়া তৈরিতে ব্যস্ত শিল্পীরা। তবে এদের তাজিয়ায় প্রতিবছর থাকে আলাদা চমক। বাদ যায়নি এবছরও। এবারে তাদের চমক ধান ও আতব চাল দিয়ে তৈরি তাজিয়া। আর প্রতিবছরের মত এবছরও নতুন চমক দেখতে মুখিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

শিল্পী সেখ শরীফ হােসেন ও সফিক খাঁন বিগত চার বছর ধরে ভিন্ন ধরনের তাজিয়া তৈরি করে সুখ্যাতি অর্জন করেছেন। প্রথম বছর ৭২ হাজার দেশলাই কাঠি দিয়ে তৈরি করে তাজিয়া, দ্বিতীয় বছর ৮ রকম ডাল দিয়ে তৈরি তাজিয়া, তৃতীয় বছর ২০ হাজার আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি করেছেন তাজিয়া।

শিল্পী সেখ শরীফ হােসেন জানান, “প্রতিবছর নতুন কিছু করার চিন্তা ভাবনা থাকে। এবছরও ঠিক তেমনি এই তাজিয়া তৈরি করতে ১৫ কেজি ধান ও ১২ কেজি আতব চাল ব্যবহার করা হয়। তাজিয়া বানানোর কাজে বন্ধু সফিক খান।”

তারা দুজনে রাতদিন এক করে তাজিয়া তৈরি করছেন বলেও জানান। তাছাড়াও পাড়ার কচিকাচারা তাজিয়া তৈরিতে হাত লাগায়। এই তাজিয়া তৈরি করতে সমস্ত খরচ বহন করেন ইসলামপুর ডাঙ্গালপাড়ার দশ।