দাদা ভাইয়ের আধার নম্বর এক! সচরাচর এমন ঘটনা দেখা না গেলেও দুই ব্যক্তির একই আধার নম্বরের ঘটনাটি ঘটেছে বীরভূমে। এমন ভুতুড়ে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউরি এক নম্বর ব্লকের অন্তর্গত নরসিংহপুরের দুর্গাপুরে। আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দুই ভাই বিভিন্ন রকম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবী করেছেন।
দুর্গাপুরের বাসিন্দা গোবিন্দ মাহারা এবং রবীন্দ্র মাহারা সম্পর্কে দুই ভাই। তারা দুজনেই আধার কার্ড করানোর পর আলাদা আলাদা আধার কার্ড পেলেও দুজনের আধার কার্ডের নম্বর একই। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তাদের আধার কার্ড সংশোধন করানোর চেষ্টা করলেও তা হয়নি।
আরও পড়ুন: Poppy Cultivation: বীরভূমে পোস্ত চাষ! বাংলাএক্সপির খবরের জেরে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন
দুই ভাইয়ের আধার কার্ড নম্বর একই হওয়ার কারণে রেশন থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্প বাড়ি ইত্যাদির সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। গত ১০ বছর ধরে তারা এমন সমস্যায় ভুগছেন এবং বিষয়টি কাউকে জানিয়ে কোন রকম সুরাহা হয়নি বলেও দাবি করেছেন। এমনকি তারা পোস্ট অফিস, ব্যাংক কোন জায়গাতেই এমন সমস্যার সমাধান পাচ্ছেন না।
রবীন্দ্র মাহারা জানিয়েছেন, তারা তাদের আধার কার্ড সংশোধন করাতে গেলে অথবা নতুন আবেদন করলেও সেই একই নম্বরেরই আধার কার্ড চলে আসছে। আর এর ফলে তারা এখন বহু সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তাদের এই সমস্যার সমাধান করার জন্য রাঁচি যেতে বলা হচ্ছে।
রবীন্দ্র মাহারা ও গোবিন্দ মহারার আলাদা আলাদা আধার কার্ড রয়েছে, আলাদা আলাদা ঐ আধার কার্ডে তাদের আলাদা আলাদা ছবিও রয়েছে। এমনকি দুটি আধার কার্ডে দুজনের আলাদা আলাদা নামও রয়েছে। কিন্তু দুটি আধার কার্ডের নম্বরই এক। আর এতেই যখন তারা সরকারি কোনো প্রকল্প অথবা সিম কার্ড ইত্যাদি নেওয়ার জন্য কোথাও কিছু আবেদন করছেন সেই আবেদন বাতিল হয়ে যাচ্ছে।