অপেক্ষারত বাস যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সরকারের টাকায় তৈরি করা হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়। কিন্তু সেই যাত্রী প্রতীক্ষালয় যে তৃণমূলের দলীয় কার্যালয়ে বদলে যাবে তা কেউ ভেবে উঠতে পারেননি। এমন ঘটনা একটি নয় দুটি যাত্রী প্রতীক্ষালয়ের ক্ষেত্রে ঘটেছে বীরভূমে।
বীরভূমের লাভপুর থেকে বোলপুর যাওয়ার যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপর থাকা দুটি যাত্রী প্রতীক্ষালয় রাজ্যের শাসক দল তৃণমূল দখল করেছে বলে অভিযোগ। বিজেপির তরফ থেকে এমন অভিযোগ করার পাশাপাশি বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি সাংসদদের টাকায় স্কুলের নতুন ভবন! আহ্লাদে আটখানা দুবরাজপুর
লাভপুর ও বোলপুর রাজ্য সড়কের ওপর থাকা বিপ্রটিকুরি অঞ্চলের তাতবান্দী বাস স্ট্যান্ড এবং বিপ্রটিকুরি বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয় দুটি রাজ্যের শাসক দল তৃণমূল দখল করেছে বলে অভিযোগ। সম্প্রতি এক জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন এমন ঘটনা ঘটে।
এমন ঘটনায় বিজেপির অভিযোগ লাভপুর ব্লকের তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী এবং বিপ্রটিকুরি অঞ্চলের সভাপতি শেখ ইসমাইলের নেতৃত্বে এমন ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তরুণ চক্রবর্তী জানিয়েছেন, বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রশাসনিকভাবে যে সিদ্ধান্তের কথা জানানো হবে সেটাই মেনে নেওয়া হবে। তবে বিজেপি কি বলছে তাতে তাদের কিছু যায় আসে না।
এই ঘটনায় শেষমেশ প্রশাসনিক হস্তক্ষেপে ওই দুটি বাসস্ট্যান্ড উদ্ধার করা সম্ভব হয়।
