সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে ভারতীয় রেল দ্রুত উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। দেশের সর্বস্তরের মানুষের চাহিদার কথা মাথায় রেখে রোজ হাজার হাজার ট্রেন নন স্টপ পরিষেবা প্রদান করে চলেছে। লোকাল, এক্সপ্রেস, মেল, সেমি হাই স্পিড ট্রেন কোনটা নেই দেশের বুকে? ভারতীয় রেলকে তাই লাইফ লাইন বলা একবারে যথার্থ। একইসাথে দেশের ছোট বড় রেল স্টেশনগুলিকে নতুনভাবে সাজিয়ে তুলতেও তৎপর রেল।
স্বাধীনতার পর ভারতের রেল পরিষেবা ধীরে ধীরে দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। কম খরচে দীর্ঘপথে যাতায়াতের ক্ষেত্রে রেলের সঙ্গে তুলনা করা যায়, এমন অন্য কোনও পরিবহণ ব্যবস্থা দেশে নেই। তবে ভারতীয় রেলের ইতিহাসে এমন অসংখ্য তথ্য রয়েছে যা অবাক করার মতো। এরই মধ্যে অন্যতম একটি হল মুখোমুখি দুই প্ল্যাটফর্ম। তবে বাস্তব চিত্র আলাদা, আসলে দুটি স্টেশন কিন্তু আলাদা।
মূলত দুটি স্টেশন কাছাকাছি অবস্থিত হলে বোঝায় স্টেশন দুটির দূরত্ব একে অপরের থেকে খুব কম। তাই স্বাভাবিকভাবেই একটার থেকে অন্য স্টেশন যেতে সময়ও লাগবে অত্যন্ত কম। তবে ভারতের বুকে এমন দুটি স্টেশনের অস্তিত্ব রয়েছে যা একই জায়গায় মুখোমুখি দুটি প্ল্যাটফর্ম যা আলাদা দুটি স্টেশন।
চমকে দেওয়ার মতো এই দুই স্টেশনের নাম শ্রীরামপুর এবং বেলাপুর যা রয়েছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায়। যার প্ল্যাটফর্ম দুটি একবারে মুখোমুখি। ওভার ব্রিজ ধরে পার করে গেলেই দুটি আলাদা স্টেশন।
২টি স্টেশনকে ভিন্ন করেছে ২টি প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে যাওয়া রেললাইন। রেলের তরফে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে যাত্রীরা কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবেন তা বুঝিয়ে দেওয়ার জন্য।
এই স্টেশনে পৌঁছে অনেক যাত্রীই বিভ্রান্ত হয়ে পড়েন, ঠিক কোন দিক থেকে ট্রেন ধরতে হবে তা বুঝে উঠতে পারেন না। তাই রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলির বিভিন্ন অংশে স্টেশনের নাম স্পষ্ট করে লিখে দিয়েছে। তবুও, এই দুটি স্টেশন আজও যাত্রীদের বিস্মিত করে।