আজই তৃণমূলে যোগ দিতে পারেন আরও দুই বিজেপি বিধায়ক, তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিবেদন : সদ্যসমাপ্ত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের প্রত্যাবর্তনের পাশাপাশি নিজেদের বিধায়ক সংখ্যা ৩ থেকে ৭৭ এ নিয়ে গিয়েছিল বিরোধী দল বিজেপি। তবে বর্তমানে তাদের এই বিধায়ক সংখ্যা কমতে শুরু করেছে। দুই সাংসদ বিধানসভা ভোটে জয়লাভ করার পর নিজেদের সাংসদ পদ বজায় রাখার জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরপর আবার দল ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন মুকুল রায় এবং তন্ময় ঘোষ। সংখ্যাটা বর্তমানে দাঁড়িয়েছে ৭৩। এরই মাঝে জল্পনা আরও দুইজন বিজেপি বিধায়ক মঙ্গলবার তৃণমূলে নাম লেখাতে চলেছেন।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়। আর এমনটা বাস্তবায়িত হলে বিজেপির বিধায়ক সংখ্যায় কমতি ঘটবে আরো দু’দাগের। বিধানসভা ভোট শেষ হওয়ার চার মাসের মধ্যেই বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে নেমে দাঁড়াতে পারে ৭১-এ।

গত বিধানসভা নির্বাচনে বিজেপি যে ৭৭টি আসনে জয়লাভ করেছিল তার মধ্যে নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার সিদ্ধান্ত নেন তারা তাদের সাংসদ পদ টিকিয়ে রাখবে। যে কারণে তারা পরবর্তী সময়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। অন্যদিকে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় প্রথম কোন বিজেপি বিধায়ক হিসাবে দল ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন। এরপর এই তালিকায় নাম ওঠে তন্ময় ঘোষের। আর এবার জল্পনা শুরু হয়েছে বিশ্বজিৎ দাস এবং সত্যের রায়কে নিয়ে।

যদিও বিজেপি ছেড়ে এই দুই বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন কিনা তা নিয়ে তারা এখনো মুখ খোলেননি। তবে মুখ না খুললেও একের পর এক বিধায়কদের বিভিন্ন সভায় অনুপস্থিত এই জল্পনাকে একপ্রকার নিশ্চিত করছে। অন্যদিকে ভোটের চার মাসের মধ্যে এইভাবে বিধায়কদের হাতছাড়া হওয়ার ঘটনায় চিন্তা বাড়ছে বঙ্গ বিজেপি শিবিরে।