সাগরে দানা বাঁধছে জোড়া নিম্নচাপ! পুজোর ৭ দিন আগে এ-কী শোনালো হাওয়া অফিস!

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের প্রাণের পুজো, দুর্গাপুজো (Durga Puja) শুরু হতে হাতে রয়েছে আর মাত্র ৭ দিন। ইতিমধ্যেই পুজোর জন্য সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। কোন কোন জায়গায় আবার ইতিমধ্যেই পুজোর বাজনা বেজে গিয়েছে। আনন্দে মেতে উঠতে শুরু করেছেন বাঙালিরা। তবে এরই মধ্যে পুজোর ৭ দিন আগে নতুন আশঙ্কার পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Update)।

পূজোর ৭ দিন আগে হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হয়েছে তা নিয়ে আশঙ্কা বাড়ছে বই কমছে না। শুক্রবার হঠাৎ জানানো হয়েছে, সাগরে নাকি দানা বাঁধছে জোড়া নিম্নচাপ (Low Pressure)। জোড়া নিম্নচাপের এই খবর সামনে আসতেই রীতিমতো মাথায় হাত পড়তে শুরু করেছে আপামর বাঙ্গালীদের। উদ্বেগ বাড়ছে, তাহলে কি এই বছরও পুজোর চারদিন বৃষ্টিতে ভিজতে হবে! এবারো কি পুজো বৃষ্টিতে মাটি হবে!

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে জোড়া নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে একটি দানা বাঁধবে বঙ্গোপসাগরে এবং অন্যটি আরব সাগরে। হাওয়া অফিসের এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে এখন থেকেই উদ্বেগ বাড়তে শুরু করলেও আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই দুটি নিম্নচাপ নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই। কেননা হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে এগিয়ে যাবে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে এগিয়ে যাওয়ার ফলে বাংলার উপর তেমন কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হচ্ছে আরব সাগরে। যে কারণে দ্বিতীয় নিম্নচাপ নিয়ে কোনো রকম আশঙ্কা নেই বাংলার। নিম্নচাপ তৈরি হওয়ার খবরে যেভাবে আশঙ্কা বৃদ্ধি পেয়েছিল সেই আশঙ্কা শুক্রবার হাওয়া অফিসের তরফ থেকে দূর করে জানানো হয়েছে, পুজোর আগে মনোরম পরিবেশ থাকবে এবং পুজোর চার দিনও মনোরম পরিবেশ থাকবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি ভ্যাপসা গরম ধীরে ধীরে কমবে।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বাতাস বাংলায় প্রবেশ করতে শুরু করবে। উত্তর ভারত থেকেও হাওয়া ঢুকতে শুরু করবে। এসবের ফলে পুজোয় সাগরে তৈরি হওয়া দুটি নিম্নচাপ নিয়ে কোনো রকম আশঙ্কা করার প্রয়োজন নেই। পুজোর চার দিন ভালো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি।