UIDAI Recruitment: বেতন দেড় লক্ষ টাকা, আধার দফতরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল UIDAI

নিজস্ব প্রতিবেদন : আধার (Aadhaar) ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। আধার ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড ইত্যাদি পেতে যেমন সমস্যা হয়, ঠিক সেই রকমই আধার না থাকলে সরকারি ভর্তুকি পাওয়া যায় না। এমন একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এবার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সংস্থা UIDAI। যারা এই সকল শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী তাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি নিয়ে হাজির BanglaXp।

UIDAI আধার দপ্তরে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে তিন জনকে নিয়োগের উল্লেখ করা হয়েছে। যে সকল শূন্যপদে নিয়োগ করা হবে, সেই সকল শূন্য পদের জন্য মোটা অংকের বেতন দেওয়ার কথা জানানো হয়েছে। বেতন রয়েছে দেড় লক্ষ টাকার বেশি। অন্যদিকে আবেদনের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর। সুতরাং এই দপ্তরে চাকরির ক্ষেত্রে বেতন আর বয়স নিয়ে চিন্তা করতে হবে না।

যে সকল শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই সম্পর্কিত আরও তথ্য জানতে হলে ইচ্ছুক চাকরি প্রার্থীরা আধারের অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html এ লগ-ইন করতে পারেন। যেখানে সমস্ত রকম তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে তিনজনকে নিয়োগ করা হবে তাদের নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি ও সেকশন অফিসার পদে।

আরও পড়ুন 👉 LIC Index Plus Plan: ইনসিওরেন্স কভারেজের সঙ্গে মোটা টাকা রিটার্ন! এসে গেল LIC-র নতুন আকর্ষণীয় প্ল্যান

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদে আবেদন করার জন্য এমবিএ অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। এছাড়াও থাকতে হবে কেন্দ্র অথবা রাজ্য স্তরে এসএএস বা সমতুল্য কোন সংগঠিত অ্যাকাউন্টস ক্যাডারে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। প্রাইভেট সেক্রেটারি পদে যাদের নিয়োগ করা হবে তাদের সপ্তম বেতন কমিশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একইভাবে সেকশন অফিসারের নিয়োগের জন্য প্রাইভেট সেক্রেটারি পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এই সকল শূন্য পদে বেতন ৪৭ হাজার ৬০০ টাকা থেকে ১ লক্ষ ৫১ হাজার ১০০ টাকা হতে পারে। পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। পাঁচ বছর পর চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে আবার না ও করা হতে পারে। এই সকল শূন্য পদে নিয়োগের জন্য অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ দিন ধার্য করা হয়েছে ১৫ মে ২০২৪।