বেকার যুবকের মাসে রোজগার ৮ লাখ, কিনেছেন Audi, কামাল করল ইউটিউব

নিজস্ব প্রতিবেদন : নিজে রোজগার করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন কার না থাকে। আর সেই স্বপ্ন থেকেই প্রত্যেকে রোজগারের জন্য এদিক-ওদিক ছুটে থাকেন। রোজগারের তাগিদে যে সকল বেকার যুবক-যুবতীরা এখনো এদিক-ওদিক ছোটাছুটি করছেন তাদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে এক ইউটিউবার।

অনুপ্রেরণা হয়ে ওঠা ওই ইউটিউবার হলেন হর্ষ রাজপুত। তিনিও একসময় বেকারত্বের জ্বালায় ভুগেছেন। তবে এখন তিনি বেকারত্ব সময় কাটিয়ে প্রতি মাসে ৮ লাখ টাকা করে রোজগার করছেন ইউটিউবের দৌলতে। বর্তমানে হর্ষকে নিয়ে চারদিকে শুরু হয়েছে আলোচনা। তিনি যেভাবেই জনপ্রিয়তা অর্জন করেছেন তাকে সেলিব্রেটির সমতুল্য হয়ে দাঁড়িয়েছেন।

নেট দুনিয়াকে সঠিকভাবে ব্যবহার করে যে রোজগার করা যেতে পারে তা দেখিয়েছেন হর্ষ রাজপুত। বর্তমানে ইউটিউবে কমেডি ভিডিও করে তিনি এমন জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন বিষয়ের উপর কমেডি ভিডিও তৈরি করে থাকেন তিনি। তার সেই সকল কমেডি ভিডিও দর্শকদের দারুণ ভাবে নজর কাড়ে এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি এখন জনপ্রিয় একজন ইউটিউবার।

হর্ষ রাজপুতের ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার ৩৩ লক্ষের বেশি। তার চ্যানেলে যে সকল ভিডিও রয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিডিওটি ২০ মিলিয়ন বার দেখা হয়েছে। তিনি মাসে অন্ততপক্ষে ৮ লক্ষ টাকা করে রোজগার করে থাকেন। নিজের এই রোজগার থেকে তিনি ৫০ লক্ষ টাকা দামের একটি অডি গাড়ি কিনেছেন।

হর্ষ রাজপুত একসময় খুব আর্থিক সংকটের মধ্যে কাটিয়েছেন বলে জানিয়েছেন। তার পরিস্থিতি এমন দাঁড়িয়ে ছিল যে তার বাড়িতে নিলামে ওঠার উপক্রম হয়েছিল। এমনকি পরিবারেরও অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। তবে এই পরিস্থিতি কাটিয়ে দেয় youtube। হর্ষর বাবা বিহার পুলিশের একজন সাধারণ হোমগার্ড এবং গাড়ি চালান। তবে তার থিয়েটার করার শখ ছিল এবং সেই অনুযায়ী মুম্বাই পাড়ি দিয়েছিলেন। কিন্তু লকডাউন চলাকালীন তিনি বাড়ি ফিরে আসেন। তখনই তিনি নিজের ইউটিউব চ্যানেল চালু করেছিলেন। এরপর ধীরে ধীরে রোজগারের মুখ দেখতে পান। ২০২২ সালের জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত গড়ে সাড়ে চার লক্ষ টাকা মাসে রোজগার করেছেন। পরে এই টাকা আরো বৃদ্ধি পায়।