Birbhum: দুবরাজপুরের শিক্ষকের অভূতপূর্ব কাজ, গর্বে বুক ভরছে বীরভূমবাসীদের

Birbhum: দিল্লির রং ভবন সভা মঞ্চে দেশব্যাপী আয়োজিত সর্বভাষা কবি সম্মেলন ২০২৬-এ অংশগ্রহণ করে বীরভূমের নাম উজ্জ্বল করলেন দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের শিক্ষক শিবু সরেন। এয়ার ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর তরফ থেকে প্রতিবছর এমন সম্মেলনের আয়োজন করা হয়। যে সম্মেলনে দেশের ২৩ টি ভাষাভাষীর জনপ্রিয় কবিরা অংশগ্রহণ করেন। বিভিন্ন রাজ্য থেকে সারা বছর ধরে সেখানকার কবিদের বেছে নেই স্থানীয় আকাশবাণী। তারপর সেখান থেকে বেছে নেওয়া কবিদের নাম পাঠানো হয় দিল্লিতে এবং নির্বাচিত কবিদের নিয়ে হয় এই সম্মেলন।

বীরভূমের (Birbhum) শিক্ষক শিবু সরেন এই সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান মূলত সাঁওতালি ভাষায় কবি পাঠের জন্য। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সম্মাননা হিসাবে শিক্ষক শিবু সরেন পেয়েছেন একটি রেডিও এবং একটি আকাশবাণীর ঐতিহ্যবাহী মাইক। সম্মাননা হিসেবে পাওয়া রেডিও তিনি তুলে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজের হাতে। সম্মানিত হওয়া শিক্ষক শিবু সরেনের থেকে জানা যাচ্ছে, গত ২২ ও ২৩ নভেম্বর দিল্লির আকাশবাণীতে অনুষ্ঠানটির আয়োজন হয়। এই অনুষ্ঠান দেখানো হবে জানুয়ারি মাসের ২৫ তারিখ। পরবর্তীতে আবার বিভিন্ন ভাষায় তা অনুবাদ করেও দেখানো হবে।