TDS-TCS New Rules: পয়লা বৈশাখের আগেই সুখবর! টিডিএস ও টিসিএসে আসছে বড় পরিবর্তন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ১লা ফেব্রুয়ারি ২০২৫-২০২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করে মধ্যবিত্তের মনে স্বস্তি দিয়েছেন। আয়করে বিশেষ ছাড়ের পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন অর্থপূর্ণ কর্মসংস্থান ও দারিদ্রশূন্যতার মত বিষয়ে দৃষ্টি দেওয়া হয়েছে।

এছাড়া জনগনের সুবিধার্থে কর দেওয়ার পদ্ধতি আরও সহজ করার জন্য কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছিলেন। টিডিএস ও টিসিএস এই দুই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি ঘোষিত হয়েছিল তার বাজেট থেকে। আগামী মাসের শুরু থেকে সেই পরিবর্তগুলি বাস্তবায়িত হতে চলেছে। এর মূল কারণ বাড়তি জটিলতার দূরীকরণ। যাতে করদাতা ও ব্যবসায়ীদের মধ্যে করের চাপ কমানো সম্ভব হয়।

আরও পড়ুন: Visva Bharati Basanta Utsav: সব আশায় জল ঢেলে হয়ে গেল বিশ্বভারতীতে বসন্তোৎসব! এবার সোনাঝুড়িতেও বন্ধ

বেশকিছু পরিবর্তন আসতে চলেছে আগামী ১লা এপ্রিল ২০২৫ সাল থেকে। জেনে নিন

টিডিএসের নয়া সীমা: ২০২৫-২০২৬ আর্থিক বছরের বাজেটে সুদ আয়, ভাড়া প্রদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লেনদেনের উপর টিডিএস-এর সীমা যুক্তিসঙ্গত করার প্রস্তাব করা হয়েছিল। এর লক্ষ্য ঘন ঘন করের চাপ কিছুটা কমানো ও নগদের জোগানকে আরও মসৃণ করা।

বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে সুখবর: আগে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে টিসিএস-মুক্ত ঊর্ধ্বসীমা ছিল ৭ লক্ষ টাকা। যাতে সন্তুষ্ট ছিলেন না মানুষজন। কারণ সব প্রয়োজন তাতে মিটতো না। তবে এবছর থেকে তা বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। ছেলে মেয়ের পড়াশোনা, পারিবারিক দায়িত্ব বা অন্যান্য উদ্দেশ্যে এখন টিসিএস মুক্ত ১০ লক্ষ টাকা পর্যন্ত স্থানান্তর করা যাবে বিদেশে। এছাড়া শিক্ষা ঋণের ক্ষেত্রে টাকা পাঠানো হলে কোনও টিসিএস লাগবে না। এ দেশের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে পড়াশোনার জন্য রয়েছেন তাদের জন্য এটি বড় সুখবর।

ব্যবসায়ীদের জন্য বিরাট স্বস্তি: এবছর থেকে ৫০ লক্ষ টাকার বেশি বিক্রয়ের উপর আর টিসিএস দিতে হবে না ব্যবসায়ীদের। ১ এপ্রিল, ২০২৫ থেকে ব্যবসায়ীদের চাপ কমবে বেশি বিক্রয়ের উপর ০.১% টিসিএস দিতে হবে না তাদের। এছাড়া যেসকল ব্যবসায়ী সময়মতো আইটিআর ফাইল করেননি তাদের আর বেশি টিডিএস বা টিসিএস দিতে হবে না। এর আগে নিয়ম ছিল অন্য। বাড়তি টিডিএস বা টিসিএস এর বোঝা ছিল ব্যবসায়ীদের ওপর। ২০২৫ সালের বাজেটে সাধারণ করদাতা ও ছোট ব্যবসাগুলিকে বাড়তি করের হার থেকে মুক্তি দেওয়ার জন্য এই নিয়মটি তুলে দেওয়া হচ্ছে।

দেরিতে টিসিএস জমার জন্য আর জেলে যাওয়ার ভয় নেই: আগে নিয়ম ছিল সময়মতো টিসিএস জমা না করলে ৩ মাস থেকে ৭ বছর পর্যন্ত জেল ও মোটা টাকা জরিমানা। ২০২৫ সালের বাজেটে এই নিয়ম সম্পূর্ণ বাতিল হয়েছে। এখন থেকে সময়ের মধ্যে টিসিএস জমা না দিতে পারলেও জেলে যাওয়ার ভয় নেই।