Bike Horn: প্রয়োজনে অপ্রয়োজনে উদ্ভট হর্ন বাজিয়ে কান ঝালাপালা ধরাচ্ছেন! ধরলে কত ফাইন জানেন?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Using odd horns can put you in danger: ভারতীয় গাড়ি কিংবা বাইকে (Bike Horn) আপনি বহু সৃষ্টিশীল হর্ন এর নিদর্শন পাবেন। এদেশের মানুষ হর্নের ব্যাপারে নানারকম পরীক্ষা নিরীক্ষা করেন যা বেশি দেখা যায় দূরপাল্লার ট্রাকগুলিতে। বিগত কয়েকদিন ধরে এর সংখ্যা আরো বেড়েছে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে এক অদ্ভুত হর্নের ব্যাপারে। সম্প্রতি রোহিত সিং নামের এক ভিডিয়ো ক্রিয়েটর একটি ক্রিকেট সংক্রান্ত ভিডিয়ো বানান। সেইখানেই তাকে বলতে শোনা যায়, ‘জলদি ওয়াহা সে হাটো’।

Advertisements

নিমেষেই তার ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং তার অডিওকে কাজে লাগাতে দেখা যায় ‘ওলা’ ইলেকট্রিক স্কুটারে (Bike Horn)। বিশেষ ফিচার ব্যবহার করে এটি করা সম্ভব হয়। ইন্টারনেটে সাড়া ফেলে দেয় এইরকমই একটি ভিডিয়ো। এই ঘটনা নতুন নয় এর আগেও বিভিন্ন মিউজিকের হর্ন ব্যবহার করতে দেখা গিয়েছে বিভিন্ন গাড়ি কিংবা বাইকে। তবে ভারতীয় আইন অনুসারে এমন উদ্ভট হর্ন ব্যবহার করা আদৌ কি সম্ভব? কি বলছে আইন?

Advertisements

সবথেকে গুরত্বপূর্ণ বিষয় হলো জরুরি পরিস্থিতিতে বা ট্রাফিক জ্যামে থাকলে সামনে থাকা গাড়িকে সিগন্যাল দিতে অবশ্যই হর্ন-এর ব্যবহার করা উচিত। কিন্তু খেয়াল রাখতে হবে যে, হাসপাতাল, স্কুল, কলেজ এর সামনে অপ্রয়োজনীয় হর্ন যেনো ব্যবহার করা না হয়। বর্তমানে বহু মানুষ তাদের গাড়ি কিংবা বাইকে (Bike Horn) তবলা, হারমোনিয়াম এমনকি হিন্দি সিনেমার গান রেকর্ড করে সেটাই হর্ন হিসাবে ব্যবহার করেন।

Advertisements

ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে অনেকেই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছে ওলা ইলেকট্রিকের কাছে। এতে অপব্যবহার করা হচ্ছে ওলা স্কুটারে থাকা ফিচারের। তবে সংস্থা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র আকর্ষণীয় করার জন্য কখনোই এই ধরনের অদ্ভুত হর্ন রাস্তাঘাটে ব্যবহার করা যাবে না, করে থাকলে অবশ্যই তাকে বিপদে পড়তে হতে পারে। দেশের মোটর ভেহিকেল আইনে এই ব্যাপারে রয়েছে কঠোর নিয়ম। ভারতের মোটর ভেহিকেল আইন 194F ধারা অনুযায়ী, আপনাকে শাস্তি পেতে হতে পারে যদি নিয়মের অবমাননা করা হয়।

কি কি নিয়ম লংঘন করলে শাস্তি পেতে হতে পারে? যদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপ্রয়োজনীয়ভাবে একটানা হর্ন বাজানো হয়। আবার হর্ন বাজানো নিষিদ্ধ এলাকায় বারবার হর্নের ব্যবহার করা (Bike Horn)। এছাড়া আপনি যদি বাইকে সাইলেন্সার ছাড়া অন্যান্য জায়গা থেকে গ্যাস নির্গত করার ব্যবস্থা করেন অবশ্যই শাস্তি পেতে হতে পারে। নিয়ম ভাঙ্গলে তার প্রথম শাস্তি ১০০০ টাকা জরিমানা এবং দ্বিতীয় বা পরবর্তী ভুলের জন্য আপনাকে ২০০০ টাকা জরিমানা দিতে হবে।

Advertisements