International Airport: দেশের একমাত্র রাজ্য, যেখানে রয়েছে ৫টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। বিমানবন্দর অনেক ধরনের হয়ে থাকে। যেমন বেশ কিছু বিমানবন্দর রয়েছে যেগুলি থেকে কেবলমাত্র দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে যাতায়াতের জন্য বিমান ওঠানামা করে। আবার বেশ কিছু বিমানবন্দর রয়েছে যে সকল বিমানবন্দর থেকে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশের জন্য বিমান ওঠানামা করে। দেশ-বিদেশের জন্য যে বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করে তাকেই বলা হয় আন্তর্জাতিক বিমানবন্দর বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে অধিকাংশ মানুষেরই ধারণা রয়েছে। এ সকল বিমানবন্দর থেকে টুক করে দেশের এক প্রান্তের পাশাপাশি বিদেশের বিভিন্ন প্রান্তে বিমানে চড়ে পৌঁছে যাওয়া যায়। ভারতে যে সকল রাজ্য রয়েছে সেই সকল রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিমানবন্দর রয়েছে অজস্র। তবে ভারতে এমন একটি রাজ্য রয়েছে যে রাজ্যে রয়েছে ৫টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা আন্তর্জাতিক বিমানবন্দর।

আরও পড়ুন: Oldest Pyramid in the World: মরুদেশকে ছাপিয়ে এগিয়ে গেল সেই দেশের ইতিহাস! পৃথিবীর সবচেয়ে প্রাচীন পিরামিডের অস্তিত্ব কোথায় মিলল জানেন?

দেশের বহু রাজ্য রয়েছে যেগুলিতে একটি, কোন রাজ্যে আবার দুটি আবার কোন কোন রাজ্যে আন্তর্জাতিক বিমানবন্দর নেই। অথচ দেশের ওই একটি রাজ্য, যেখানে রয়েছে পাঁচ পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের যে রাজ্যটির কথা বলা হচ্ছে, সেই রাজ্যটি হল উত্তর প্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশের জেওয়ারের নয়ডা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান উঠানামা শুরু হয়েছে। আর এরপরেই উত্তরপ্রদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ।

২০২১ সালের আগে পর্যন্ত উত্তর প্রদেশে কেবলমাত্র দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। যে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর হল বারাণসী এবং লখনৌ। এরপর ২০২১ সালের ২০ অক্টোবর কুশিনগরে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দরের পথচলা শুরু হয়। আবার ২০২৩ সালে অযোধ্যা বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে পথ চলা শুরু করে।

২০২১ সালের পর দুটি আন্তর্জাতিক বিমানবন্দর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়ায় চার। আর এবার নয়ডা বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে পরিগণিত হওয়ার ফলে উত্তরপ্রদেশে মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়ালো পাঁচ। আপাতত দেশের আর কোন রাজ্য নেই যেখানে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।