ভ্যালেন্টাইন্স ডে -তে রেলের বিশেষ উদ্যোগ, দম্পতিদের জন্য স্পেশাল উপহার IRCTC-র

নিজস্ব প্রতিবেদন : ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যুগলরা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকেন। ঘুরতে যাওয়া একসঙ্গে হাসিখুশি ভাবে দিন কাটানো খাওয়া-দাওয়া কত কি। এরই মধ্যে দম্পতিদের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্পেশাল উপহার নিয়ে এলো IRCTC। এই উপহার আনা হয়েছে মূলত ট্যুর প্যাকেজের মাধ্যমে।

১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে যাতে দম্পতিরা ভ্রমণের মধ্য দিয়ে নিজেদের ভালবাসার আদান-প্রদান করতে পারেন তার জন্য একটি ট্যুর প্যাকেজের ঘোষণা করা হয়েছে। এই ট্যুর প্যাকেজ এয়ার ট্যুর প্যাকেজের মাধ্যমে কলকাতা এবং আন্দামান দ্বীপপুঞ্জ ঘুরে দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।

এই টুর প্যাকেট চলবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট সফরটি থাকছে ৬ দিন এবং ৫ রাতের। এই প্যাকেজের মধ্য দিয়ে কলকাতা এবং আন্দামান দ্বীপপুঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখানো হবে। ভালোবাসার সপ্তাহে সঙ্গিনীর হাত ধরে ঘুরে বেড়ানোর জন্য এমন প্যাকেজ।

এই প্যাকেজের মধ্য দিয়ে ঘুরে দেখানো হবে কলকাতার কালীঘাট মন্দির ও ভিক্টোরিয়া মেমোরিয়াল, পোর্ট ব্লেয়ারের ঐতিহাসিক সেলুলার জেল, ঐতিহাসিক সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো, রাধানগর সৈকত, কালাপাথর সৈকত এবং হ্যাভলকের বারাটাং দ্বীপ। প্যাকেজ শুরু হবে লখনউ থেকে এবং কলকাতা হয়ে পৌছাবে পোর্ট ব্লেয়ার।

এই প্যাকেজের মধ্যেই থাকছে বিমান ভ্রমণ, ডিলাক্স হোটেল বা রিসোর্টে হোটেলে থাকার ব্যবস্থা এবং প্রাতঃরাশ ও রাতের খাবারের ব্যবস্থা। এর পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি পোর্ট ব্লেয়ার এবং বারাটাং দ্বীপে সন্ধ্যায় দম্পতিদের জন্য বিশেষ ভ্যালেন্টাইন্স দিবস উদযাপনের ব্যবস্থা থাকবে।

এই প্যাকেজে যে পর্যটকরা ভ্রমণ করতে চান তারা যদি এককভাবে ভ্রমণ করেন তাহলে খরচ পড়বে ৭৩ হাজার ৩৩০ টাকা। দুজন একসঙ্গে ভ্রমণ করলে খরচ পড়বে ৫৮ হাজার ৫৬০ টাকা এবং তিনজন একসঙ্গে ভ্রমণ করলে খরচ পড়বে ৫৭ হাজার ১৮০ টাকা। www.irctctourism.com ওয়েবসাইট থেকে ইচ্ছুক পর্যটকরা নিজেদের বুকিং করতে পারবেন।