Vi গ্রাহকদের জন্য সুখবর, রিচার্জের দাম আরও কমিয়ে দিল সংস্থা

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এখন মূলত চারটি টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম। এই চারটি টেলিকম সংস্থার মধ্যে Jio এবং Airtel পরিষেবা এবং গ্রাহক সংখ্যার দিক দিয়ে অনেক এগিয়ে পড়েছে। সেই জায়গায় Vi এবং BSNL কে বারবার পিছিয়ে পড়তে দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে যাতে গ্রাহক সংখ্যা ধরে রাখা যায় তার জন্য অভিনব পথ বেছে নিল Vi। যেখানে জিও এবং এয়ারটেল নিজেদের রিচার্জ প্ল্যানের দাম আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে সেই জায়গায় Vi নিজেদের গ্রাহকদের ধরে রাখার জন্য রিচার্জ খরচ কমিয়ে দিল। 5G পরিষেবায় এখনও পা না রাখতে পারলেও Vi এর সিদ্ধান্তে বহু গ্রাহকরা স্বস্তিতে, বিশেষ করে যারা কম খরচে নিজেদের নম্বর টিকিয়ে রাখার কথা ভাবেন।

সম্প্রতি এয়ারটেলের তরফ থেকে ৯৯ টাকার ন্যূনতম যে রিচার্জ প্ল্যান ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন সংস্থার এই সিদ্ধান্তের পর গ্রাহকদের ১৫৫ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করতে হবে। সেই জায়গায় Vi তাদের গ্রাহকদের জন্য ৯৯ টাকার একটি বিশেষ রিচার্জ প্ল্যান চালু করে দিল।

Vi এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করে যেমন গ্রাহকরা নিজেদের সিমকার্ড বাঁচিয়ে রাখতে পারবেন সেই রকমই এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে কথাও বলতে পারবেন।

৯৯ টাকা রিচার্জ করলে Vi গ্রাহকরা পাবেন মোট ২০০ এমবি ডেটা। রয়েছে টকটাইমও। প্রতি সেকেন্ড ২.৫ পয়সা করে কল চার্জ করা হবে। যে কোনও নেটওয়ার্কে কল করতে পারবেন গ্রাহক। তবে এই প্ল্যানের আওতায় মিলবে না কোনও রকম SMS। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি হলো ২৮ দিন।