বদলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম! নয়া ভাবনা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে কেন্দ্র সরকারের তরফ থেকে বছরভর নানান অনুষ্ঠান পালন করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পরিচালনায় দেশ ছাড়াও বিদেশের মাটিতেও নানান অনুষ্ঠান পরিচালনা করা হবে। ইতিমধ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও এই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সৌরভ গাঙ্গুলী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ বাংলার একাধিক বিশিষ্টজনেরা। আর এই কমিটি থেকেই প্রস্তাব দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম পরিবর্তন করার। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

সূত্র মারফত জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম বদলে করা হতে পারে নেতাজি মেমোরিয়ল। ২৩শে জানুয়ারি দিনটি ‘পরাক্রম দিবস’ হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের। হাওড়া কালকা এক্সপ্রেস ট্রেনের নাম রাখা হচ্ছে ‘নেতাজি এক্সপ্রেস’। আরও একাধিক ঘোষণা হতে পারে ২৩শে জানুয়ারি বলে সূত্রের খবর। এর সাথে সাথে ওই দিনই ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম নেতাজি মেমোরিয়ল ঘোষিত হতে পারে।

অন্যদিকে কালকা হাওড়া এক্সপ্রেসের নাম নেতাজি এক্সপ্রেস রাখার পেছনে রয়েছে ঐতিহাসিক কারণ। জানা গিয়েছে, ব্রিটিশদের নজর এড়াতে ১৯৪১ খ্রিস্টাব্দে বিহারের গোমো থেকে কালকা মেল ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু পালিয়ে ছিলেন। আর এই ঐতিহাসিক ঘটনার জন্য ঐতিহাসিক ওই ট্রেনের নাম পরিবর্তন করা হচ্ছে।