Firecrackers: যুবকের মুখের ভিতর নিষিদ্ধ শব্দবাজি ফাটিয়ে দিল এক ভিলেজ পুলিশ। এমনই অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ভয়ংকর এই ঘটনায় আহত ওই যুবককে প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়।
ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মহকুমার মার গ্রাম থানার অন্তর্গত চাঁদপাড়া গ্রামে। বৃহস্পতিবার রাতে দশমীর প্রতিমা বিসর্জনের সময় এমন ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হন ২৪ বছর বয়সী হেমন্ত বাগদি। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের যথোপযুক্ত শাস্তির দাবি করেছেন।
আরও পড়ুন: রাজ্যে কোথাও নেই, মহাষ্টমীতে সেই রেওয়াজই রয়েছে বীরভূমে
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হেমন্ত বাগদি স্ত্রীকে নিয়ে প্রতিমা নিরঞ্জন দেখতে যাচ্ছিলেন। এমন সময় অভিযুক্ত ভিলেজ পুলিশ একটি শব্দবাজি (Firecrackers) হেমন্ত বাগদির মুখে ভরে দিয়ে আগুন ধরিয়ে দেয়। তখনই ওই বাজি ফেটে যায় এবং গুরুতর আহত হয় হেমন্ত বাগদি।
যদিও অভিযুক্ত দাবি করেছেন, আক্রান্ত যুবক নিষিদ্ধ শব্দবাজি ফাটাচ্ছিল, যা দেখে তিনি ওই যুবককে বাজি (Firecrackers) ফাটাতে নিষেধ করেছিলেন। সেইমতো যুবকের হাতে থাকা একটি বাজি ফেলে দিয়েছিলেন এবং সেটি পরে ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে। যদিও প্রশ্ন থেকেই যায় যে, হাতে থাকা বাজি ফেলে দেওয়ার পর ফাটলে তা মুখে গিয়ে ফাটে কেমন ভাবে?