বড্ড বাড় বেড়েছিল মদ বিক্রেতার! পাড়ার ছেলেরা ধরে শুধু কেলানি দিতে বাকি রাখল

বড্ড বেড়েছিল মদ বিক্রেতা! বিভিন্ন গ্রামে ঢুকে খুল্লামখুল্লা বিক্রি করছিল চোলাই মদ। বারবার বারণ করা সত্ত্বেও কোন কিছুকে তোয়াক্কা না করেই ওই মদ বিক্রেতা দিনের আলোয় গ্রামে ঢুকে মদ বিক্রি করছিল। আর এমন পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় এলাকার বাসিন্দাদের। শেষমেষ ছাড়া যে ব্যবস্থা নিল তাতে রীতিমতো স্বস্তি ফিরলো এলাকায়।

বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা সোনা লাল হেমরম দিনের পর দিন লক্ষিন্দরপুর সহ বিভিন্ন গ্রামে ঢুকে অবৈধভাবে বেআইনি মদ বিক্রি করছিল। আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় একদিকে যেমন বাড়ছিল নেশাগ্রস্তদের সংখ্যা, ঠিক সেই রকমই বাড়ছিল মাতালদের উপদ্রব। এলাকার পরিবেশ যখন নষ্ট হওয়ার মুখে ঠিক সেই সময় মঙ্গলবার ওই বেআইনিভাবে মদ বিক্রেতাকে দেখতে পেয়েই স্থানীয় যুবকরা হাতেনাতে ধরে ফেলেন।

ঘটনার পর তাকে গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ ধরে আটকে রাখেন এবং খবর দেন সিউড়ি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে ওই যুবকের কাছে থাকা বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে এবং তাকে আটক করে নিয়ে যায়।