Vande Bharat ঝাঁ চকচকে ট্রেনের এমন অবস্থা, ছিঃ ছিঃ করছেন দেশের মানুষ

নিজস্ব প্রতিবেদন : Vande Bharat ট্রেন এমন একটি ট্রেন যা এখন ভারতীয় নাগরিকদের কাছে স্বপ্ন। এখনো পর্যন্ত দেশের দ্রুতগতির এই ট্রেন সমস্ত রুটে চালু না হওয়ার কারণে বহু যাত্রীদের কাছেই ট্রেনটি আরও কৌতুহলের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এরই মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এমন একটি দৃশ্য ধরা পরল যা দেখে ছিঃ ছিঃ করছেন দেশের মানুষ।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যেমন এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে সময় কমিয়ে দিচ্ছে, সেই রকমই এই ট্রেনটিতে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন তার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে বিভিন্ন দিকে নজর রাখা হচ্ছে। সব থেকে বেশি নজর দেওয়া হচ্ছে আরামদায়ক যাত্রার জন্য।

দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন হিসেবে পরিচিতি লাভ করা বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের আরামদায়ক সফরের ব্যবস্থার পাশাপাশি ট্রেনটিকে যাতে ঝাঁ চকচকে অর্থাৎ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় সেই দিকেও রেলের নজর সবচেয়ে বেশি। তবে রেলের এমন নজর থাকলে কি হবে, যাত্রীরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছেন তা নিয়েই উঠছে প্রশ্ন।

এমন প্রশ্ন তুলেছেন আইএএস অশ্বিনী শরণ। তিনি এই ট্রেনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে প্রশ্ন তোলার পাশাপাশি লিখেছেন ‘আমরা মানুষ’। কারণ ওই ছবিতে দেখা যাচ্ছে দেশের অন্যতম ঝাঁ চকচকে বন্দে ভারত ট্রেনে পড়ে রয়েছে অজস্র প্লাস্টিক বর্জ্য। সেগুলি সবই কিন্তু যাত্রীদের ফেলে যাওয়া। ট্রেনের এদিক ওদিক সেই সকল প্লাস্টিক বর্জ্য পড়ে রয়েছে।

আইএএস অফিসারের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, এক সাফাই কর্মী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে সাফাইয়ের কাজ চালাচ্ছেন আর সেই সময় নজরে এসেছে এই বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য। এইভাবে যত্রতত্র বর্জ্য পড়ে থাকার ফলে স্পষ্ট যে যাত্রীরা ডাস্টবিন ব্যবহার করেননি। এমন ছবি তুলে ধরার পর নেটিজেনদের অনেকেই জনগণের অজ্ঞতাকেই দায়ী করেছেন এমন ঘটনার জন্য।