Visakhapatnam sea receding is an ominous sign: আশ্চর্যজনক কান্ড ভিশাখাপত্তনমে। আচমকাই পিছিয়ে যাচ্ছে ভিশাখাপত্তনমের (Visakhapatnam) সমুদ্র সৈকত। বিগত কয়েকদিন ধরেই এই অদ্ভুত কান্ড পরিলক্ষিত হচ্ছে ভিশাখাপত্তনম সমুদ্র সৈকতে। যত দিন যাচ্ছে ততই ফাঁকা হচ্ছে সমুদ্র সৈকত। উঠে আসছে সমুদ্রের নিচে থাকা অংশ। ইতিমধ্যে প্রায় ১০০ মিটার পিছিয়ো গিয়েছে সমুদ্র সৈকত। সমুদ্রের মাঝ বরাবর উঠে আসা বিশালাকার ঢেউ পৌঁছছেনা পাড়ে। যত দিন যাচ্ছে ততই চওড়া হচ্ছে বালির তট। হঠাৎ কেন এমন পরিবর্তন ভিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে? কিসের ইঙ্গিত দিচ্ছে এই পরিবর্তন?
ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত এই ভিশাখাপত্তনম (Visakhapatnam)। অন্ধ্রপ্রদেশের বৃহত্তম জনবহুল শহর এটি। চারটি স্মার্ট সিটির মধ্যে অন্যতম স্মার্ট সিটি অধীনস্থ এই শহর। যে স্থানটি মূলত পর্যটন গন্তব্য এবং বিশেষ করে সমুদ্র সৈকতের জন্য জনমানষে পরিচিত। আর সেই সমুদ্র সৈকতেই হঠাৎ দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর কান্ড। প্রায় প্রতিদিন পিছিয়ে যাচ্ছে সমুদ্র সৈকত। সমুদ্রে ওঠা ঢেউ আসছে না পাড়ে। দিনের পর দিন উঠে আসছে সমুদ্রের নিচের অংশ।
মূলত প্রতি অমাবস্যা-পূর্ণিমায় জোয়ার-ভাটার কারণে পরিবর্তন ঘটে সমুদ্রের অবস্থানের। তবে বর্তমানে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা অবাক করার মত। কারণ অমাবস্যা-পূর্ণিমায় সমুদ্রের যে পরিবর্তন হয় তার থেকে এই পরিবর্তন আকাশ-পাতাল তফাৎ। ভিশাখাপত্তনমের সমুদ্র সৈকতের এই পরিবর্তন পূর্বে কখনোই পরিলক্ষিত হয়নি। শুধু সমুদ্র পিছিয়ে পড়া নয়, সমুদ্রের মাঝে ওঠা উচ্চ ঢেউ আতঙ্কিত করছে পর্যটক সহ স্থানীয়দের।
আরও পড়ুন ? Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা যাওয়ার চিন্তা নেই, ব্যবস্থা হল বিপুল সংখ্যক বাস ট্রেনের
একাংশের দাবি কিছুদিন আগেই জাপানে ঘটে গিয়েছে ভয়ংকর ভূমিকম্প। সেই ভূমিকম্পের ফলে জাপানে আঘাত আনে বড় রকমের সুনামি। অনেকের ধারনা সেই সুনামির কারণেই হয়তো সমুদ্রের এই পরিবর্তন। আবার অনেকের অনুমান ভিশাখাপত্তনমের সমুদ্র সৈকতের এই পিছু হাটা কোনো বিপদ বা বড় সুনামির পূর্বাভাস। সত্যিই কি তাই কি বলছে মৌসম ভবন?
আকস্মিক ভিশাখাপত্তনমের (Visakhapatnam) সমুদ্র সৈকতের পিছিয়ে পড়ার সাথে কোনো সম্পর্ক নেই জাপানের ভূমিকম্পের। শুধু তাই না, এই সমুদ্র সৈকতের পিছিয়ে যাওয়া কোনো সুনামির সংকেত নয়। সাধারণত সমুদ্রতটের কাছাকাছি অনতি গভীর সমুদ্রের অভ্যন্তরে কোনো পরিবর্তনের ফলেই সমুদ্রের পাড়ে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে পিছিয়ে যাচ্ছে ভিশাখাপত্তনমের সমুদ্র সৈকত। যা জানিয়েছে মৌসুম ভবনের প্রাক্তন অধ্যাপক রমেশজি।