Mount Adi Kailash: দুর্গম রুট অতীত! এবার গাড়ি চড়েই হবে কৈলাশ দর্শন

Visit Mount Adi Kailash by car from now: হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান হলো মাউন্ট আদি কৈলাস (Mount Adi Kailash)। উত্তরাখণ্ডের এই মন্দিরে প্রবেশ করতে গেলে পুণ্যার্থীদের দীর্ঘ পথ অতিক্রম করতে হতো, তাও আবার পায়ে হেঁটে। দিনের পর দিন বহু কষ্ট করে তারা পৌঁছাত এই দুর্গম স্থানে যা সত্যি খুব কষ্টসাধ্য ছিল। লিপুলেখ পর্যন্ত রাস্তা তৈরি হওয়ার পর থেকে কিন্তু এই দুর্গম কষ্টসাধ্য পথ অনেকটাই সহজ হয়ে গেছে পুণ্যার্থীদের জন্য।

ভারতের উত্তরাখণ্ডের পিথোরগড়ে ৫ হাজার ৯৪৫ মিটার উচ্চতার এই আদি কৈলাস পর্বত অবস্থিত। ইন্দো-নেপাল- তিব্বত সীমান্ত কিন্তু লিপুলেখের পাশেই অবস্থিত। সীমান্তের ওপারে অবশ্য মানুষের যাতায়াত একেবারে নিষিদ্ধ। সীমান্তের অংশ থেকেই দেখা যায় আদি কৈলাসের ঝলক (Mount Adi Kailash)। গুঞ্জি অঞ্চল থেকে মাউন্ট আদি কৈলাস যাওয়া সত্যিই খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে ধরচুলা থেকে যাত্রা করা যায় কৈলাস সরোবর এবং আদি কৈলাসে। আদি কৈলাস ভারতে অবস্থিত হলেও কৈলাস সরোবর কিন্তু তিব্বতে অবস্থিত।

তিব্বতেকে চীন নিজেদের অংশ বলে দাবি করে এবং কৈলাস মানস সরোবর যাত্রা বর্তমানে বন্ধ রয়েছে। কিভাবে পৌঁছানো যাবে ওই আদি কৈলাসের অংশে (Mount Adi Kailash)? ধরচুলা থেকে তাওয়াঘাট পর্যন্ত আপনি গাড়ি পেয়ে যাবেন চলাচল করার জন্য। কিন্তু এর পরের পথ আপনাকে পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। আট থেকে ১০ দিন সময় লাগত এই পথ অতিক্রম করতে। পুণ্যার্থীদের মাধ্যমেই সেখানকার স্থানীয় মানুষেরা রোজগার করতে পারে।

ভারতীয় সেনা এবং ITBP-র বেস ক্যাম্প আছে আদি কৈলাসের (Mount Adi Kailash) কাছে জলিকংয়ে। এই অংশের ৪০ কিলোমিটারের মধ্যেই রয়েছে ভারত-নেপাল এবং তিব্বতের সীমান্ত। এই পর্যন্তই পুণ্যার্থীদের যেতে অনুমতি দেওয়া হয়। জলিকংয়ে খুব সীমিত সংখ্যক কিছু হোটেল রয়েছে। কথিত আছে যে, কৈলাস পর্বতে সমাধি নেওয়ার আগে এই আদি কৈলাসেই কিছুটা সময় অতিবাহিত করেছিলেন শিব এবং পার্বতী।

এখানেই রয়েছে পার্বতী মন্দির। স্থানীয়দের বিশ্বাস যে, এখানেই স্নান করেছিলেন দেবী পার্বতী। পুরাণের বিশ্বাস অনুযায়ী এই অঞ্চলে একটি পুকুর রয়েছে। কিছুদিন আগেই পিথোরাগড়ের পার্বতী কুণ্ড দর্শনে পৌঁছে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুঞ্জি গ্রামেও যান। এছাড়া তাকে দেখা যায় কুমায়ুন হিমালয়ের কোলে পার্বতী কুণ্ডে সমস্ত আচার মেনে পুজো দিতে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করেন তিনি। প্রধানমন্ত্রী জলিংকয়ে আদি কৈলাস পর্বতের দর্শন দিয়ে নিজের কৈলাস সফর শুরু করেন।