Sahibganj: সবুজ পাহাড়ের নিচে প্রবাহিত গঙ্গা, প্রাকৃতিক স্বর্গ সুখ নিমিষেই ভুলিয়ে দেবে কষ্ট, ঘুরে আসুন এই জায়গা থেকে

Sahibganj: কর্মব্যস্ততার জীবনে কম-বেশি সকলেই একটু মুক্ত বাতাস খোঁজে। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেই শান্ত নিরিবিলি পরিবেশে কিছুদিনের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তেমন ঠিকঠাক জায়গা খুঁজে পান না অনেকেই। তাই তাদের জন্য আজকের এই প্রতিবেদনে জানানো হলো এক দুর্দান্ত মনোরম মনমুগ্ধকর প্রাকৃতিক স্বর্গ সুখের পরিবেশ। যেখানে গেলে মন চাইবে না ফিরতে। তাও আবার কলকাতার কাছেই এই দুর্দান্ত জায়গা। কোথায়? কিভাবে যাওয়া যাবে? কি কি রয়েছে সেই জায়গায়?

বর্তমানে দিঘা-পুরী-দার্জিলিং এইসব জায়গা ভ্রমণ প্রেমীদের কাছে প্রায় জল-ভাত হয়ে গিয়েছে। অনেকেই নতুন জায়গার সন্ধান করেন। আর সেই দিক থেকে ইদানিং কালে পরশি রাজ্য ঝাড়খন্ড বেশ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। পূর্বে জঙ্গী, সন্ত্রাসবাদের কারণে এই জায়গায় পর্যটকদের আনাগোনা না থাকলেও বর্তমানে নিরাপত্তার নিরিখে বহু পর্যটকের আনাগোনা দেখা যায় এই রাজ্যে। আর এই ঝাড়খন্ডেই রয়েছে দুর্দান্ত স্বর্গ সুখ পাওয়ার জায়গা।

এই প্রতিবেদনে যে মনোমুগ্ধকর পরিবেশের কথা বলা হচ্ছে তা অবস্থিত পরশি রাজ্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় (Sahibganj)। সারা সাহেবগঞ্জ শহরজুড়ে রয়েছে প্রাকৃতিক পরিবেশের কারুকার্য। দেখলে মনে হবে কেউ যেন তুলি দিয়ে অঙ্কন করেছে সেই প্রাকৃতিক পরিবেশ। নদীর ঝরনা, পাহাড় সমস্ত কিছু একসঙ্গে পরিলক্ষিত হয় এই জায়গায়। রয়েছে সবুজে ঘেরা পাহাড়, তার গা দিয়ে প্রবাহিত হয়ে চলেছে গঙ্গা নদী। আর কি কি রয়েছে এখানে?

আরও পড়ুন: আবারও ৪ দিনের জন্য বন্ধ থাকবে এই রুটের মেট্রো চলাচল, কি কারনে এই ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের?

সাহেবগঞ্জ জুড়ে ঢেউ খেলানো পাহাড়, গঙ্গা নদীর পাশাপাশি দেখার মতো রয়েছে আরও নানান জায়গা। বিশেষত বর্ষার সময় দেখার মতো রূপ প্রদর্শিত হয় এখানকার গঙ্গা নদীতে। পাশাপাশি এখানে পরিলক্ষিত হয় সোনালী ধানের মাঠের খেত। মোতি ঝর্ণা, ঝর্ণার নিচে গুহার ভিতরে রয়েছে শিব মন্দির। রয়েছে সাদা রঙের শ্রীকৃষ্ণের মন্দির। যা কানহাইয়ায় অবস্থিত। এখানে (Sahibganj) ঘুরে বেড়ানোর জন্য রয়েছে জামা মসজিদ, বারোদুয়ারী, শিবগড়ি ধাম, ফসিল পার্ক সহ অন্যান্য দুর্দান্ত জায়গা। বন্ধুপরিজন বা কাছের মানুষকে নিয়ে দুই একদিনের জন্য ঘুরে আসা যায় এই মনোরম পরিবেশ থেকে। কিভাবে যাওয়া যাবে?

ট্রেনপথ, আকাশপথ বা সড়কপথ বিভিন্নভাবেই পৌঁছানো যায় এই অফবিট ডেস্টিনেশনে। যদি ট্রেন পথে যাওয়া যায় সেক্ষেত্রে হাওড়া থেকে ধরতে হবে জামালপুর এক্সপ্রেস। রাত্রিবেলা এই ট্রেন ধরে সকালবেলায় পৌঁছে যাওয়া যাবে সাহেবগঞ্জ (Sahibganj) স্টেশন। স্টেশনে নামলেই চোখে পড়বে ঢেউ খেলানো সবুজায়ন পাহাড়। হবে গঙ্গা দর্শন। তারপরে এই স্টেশন থেকে যেকোনো গাড়ি ধরে আশেপাশের জায়গাগুলো সহজেই ঘোরা যাবে। বিমানপথের ক্ষেত্রে রাঁচি হয়ে পৌঁছানো যাবে সাহেবগঞ্জ। রয়েছে থাকা খাওয়ার সু-বন্দোবস্ত। কেউ কিছুদিন কাটাতে চাইলে সেখানে হোটেল ভাড়া নিয়ে থাকতে পারেন।