Best Tourist Places near Kolkata: খরচ মাত্র ৫০০ টাকা! মন ভালো করতে ঘুরে আসুন কলকাতার পাশেই এই কয়েকটি জায়গা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Visit these Best Tourist Places near Kolkata to get rid of boredom: বাঙালি হল ভ্রমণপ্রিয় জাতি। ঘোরা তাদের রক্তে মিশে আছে। নিজের একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে চাইলে ঘোরার চেয়ে ভালো কোনো ওষুধ হয়না। আর শীতকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। প্রকৃতিও যেনো অপরূপ সাজে সেজে ওঠে এই সময়। অল্প সময়ে স্বল্প খরচে দীঘা পুরী তো অনেক হলো এবার চলুন কলকাতার কাছ থেকে ঘুরে আসি। এমন কিছু জায়গা আছে যা আপনাকে আকৃষ্ট করবে অবশ্যই (Best Tourist Places near Kolkata)।

Advertisements

আজকের প্রতিবেদনটি আপনাকে সেইসব জায়গার সন্ধান দেবে। চলুন দেরি না করে চটজলদি জেনে নিই বিস্তারিতভাবে। ছুটি পেলেই আর দীঘা- পুরী নয়, পর্যটকদের জন্য আছে নয়া চমক। কলকাতার কাছের এই আটটি পর্যটনকেন্দ্র (Best Tourist Places near Kolkata) আপনাকে মুগ্ধ করবে অনায়াসেই। তালিকায় প্রথম যার নাম আছে সেটি হলো রায়চক ফেরিঘাট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত ফোর্ট রিসর্ট। এখানে পরিবার কিংবা বন্ধুদের সাথে দিব্যি কাটাতে পারবেন সময়।

Advertisements

অনেকে আছেন একেবারে নিরিবিলি শান্ত পরিবেশ চান তাদের জন্য আদর্শ জায়গা হলো ডায়মন্ড হারবার। প্রকৃতির প্রতি যাদের গভীর আসক্তি তারাই ঘুরে যাবে এই স্থান থেকে। হাতে যদি দুদিনের সময় থেকে তাহলে এই জায়গার জুড়ি মেলা ভার (Best Tourist Places near Kolkata)। এছাড়াও আরেকটি জায়গা আছে যা আপনাদের মন জয় করবে সহজেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটা ঘুরতে যাবার পক্ষে আরো একটি আদর্শ জায়গা।

Advertisements

আপনি কি নদী ভালোবাসেন? ফ্রেজারগঞ্জ হলো আরো একটি সুন্দর জায়গা যেখানে আপনি নদীর সৌন্দর্য খুব সহজেই উপভোগ করতে পারবেন। কলকাতার কাছে (Best Tourist Places near Kolkata) এমন জায়গা পর্যটকদের কাছে যেনো স্বর্গ। আপনি যদি ১ কিংবা ২ দিনের জন্য কোথাও যেতে চান বাওয়ালি কিন্তু সত্যি অপূর্ব স্থান। এখানে এসে রাজবাড়ীর আভিজাত্য ঘুরে দেখতে পারেন।

যারা ধর্মীয় স্থান ঘুরে দেখতে চান তাদের পক্ষে দক্ষিণেশ্বর হলো একটি অন্যতম পর্যটনকেন্দ্র। কলকাতার কাছে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা সত্যি অতুলনীয়। এমন অনেকে আছে যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে বৈদিক ভিলেজ তাদের পক্ষে আদর্শ স্থান। কলকাতার মধ্যে এমন সুন্দর জায়গা আপনাকে আকৃষ্ট করবে বারবার। তাই দেরি না করে ভালোভাবেই শীতকালের আনন্দ ঘোরার মধ্য দিয়ে।

Advertisements