Rangbull: নতুন বছরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা? খুঁজছেন কোন অফবিট ডিস্টিনেশন? তাও আবার পকেট ফ্রেন্ডলি? আর খোঁজার দরকার নেই, আজকের এই প্রতিবেদনেই জানানো হয়েছে এক দুর্দান্ত জায়গা। যা রয়েছে দার্জিলিংয়ের কাছেই। শান্ত নিরিবিলি পরিবেশে দু-দণ্ড সময় কাটানোর উপযুক্ত জায়গা এটি। কোথায় এই জায়গা? কিভাবেই বা পৌঁছানো যাবে? খরচ-খরচা কি রয়েছে? কোন কোন দৃশ্য পরিলক্ষিত হবে এই জায়গায়? সমস্ত বিবরণ রইল এই প্রতিবেদনে।
আজকের এই প্রতিবেদনে যে দুর্দান্ত অফবিট ডিস্টিনেশনের কথা বলা হয়েছে তা হল রংবুল (Rangbull)। অনেক জায়গায় এটি কালেজ ভ্যালি নামে পরিচিত। রয়েছে চা বাগানসহ সবুজ চাদরে মোড়া দুর্দান্ত পরিবেশ। রয়েছে গ্রাম বাংলার প্রতিচ্ছবি। এছাড়াও এই এলাকায় পরিলক্ষিত হয় কালেজ পাখি। যে কারণেই এই জায়গার নাম হয়েছে কালেজ ভ্যালি। চারিদিকে ঘিরে রয়েছে পাইন গাছ ও চা বাগানের সারি। কিছুটা দূরে গেলেই পরিলক্ষিত হবে রেনবো বা ইন্দ্রানী ফলস। মূলত ঝর্ণার বুকে সূর্যের আলো পড়াতে ওই জায়গায় এক রামধনুর সৃষ্টি হয় যে কারণে এর নাম হয় রেনবো ফলস। যেখানে বন্ধু বা কাছের মানুষের সাথে বেশ কিছুটা সময় কাটানো যাবে। বিশেষত বর্ষার সময় এই রংবুল জায়গাটি এক অনন্য রূপ ধারণ করে। যা দেখলে চোখ জুড়িয়ে যায়।
কোথায় রয়েছে এই রংবুল বা কালেজ ভ্যালি? সঠিক অবস্থান যদি বলতে হয় সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের খুব কাছেই অবস্থিত এই রংবুল। দার্জিলিং থেকে ১৪ কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছানো যাবে কালেজ ভ্যালিতে। সোনাদার উপর দিয়ে ঘুম যাওয়ার পথে পড়বে এই সবুজ চাদরে মোড়া উপত্যকা। এই গ্রামের (Rangbull) দূরত্ব শিলিগুড়ি থেকে ৭০ কিলোমিটার। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে ৫২ কিলোমিটার অতিক্রম করলে এই গ্রামে এসে পৌঁছানো যাবে। সময় লাগতে পারে আড়াই থেকে ৩ ঘন্টা।
আরও পড়ুন: পাগলাঝোড়া ঝর্ণা, দার্জিলিং ভ্রমণের পথে প্রকৃতির মোহনীয় উপহার
থাকা খাওয়ার ব্যবস্থা কি রয়েছে? যেহেতু কালেজ ভ্যালি একটি অফবিট ডেস্টিনেশন সেক্ষেত্রে ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণ করলেও এখানে থাকার ব্যবস্থা খুব বেশি নেই। রয়েছে দুটি রিসর্ট। যার নাম রেনবো ভ্যালি রিসোর্ট এবং কানন হোম স্টে। তবে কানন হোম স্টেতে বুকিং করলে রয়েছে ৩ ধরনের থাকার ব্যবস্থা। সবথেকে সস্তায় রয়েছে তাঁবুতে থাকার ব্যবস্থা। দিন প্রতি মাথাপিছু খরচ ১০০০ টাকা। কটেজে থাকা খাওয়ার দিনপ্রতি মাথাপিছু খরচ হয়েছে ১৬০০ টাকা। অপরদিকে থাকা খাওয়া নিয়ে দিনপ্রতি মাথাপিছু ১৩০০ টাকা খরচ হয়েছে ডাবল বেডেড রুমে। তবে বিশেষ সুবিধা হল ৫ বছরের নিচে বাচ্চাদের জন্য এখানে থাকা-খাওয়ার খরচ ফ্রি। তবে ৫-১০ বছরের বাচ্চাদের খরচ হয়েছে ৫০ শতাংশ। তার ঊর্ধ্বের বাচ্চাদের দিতে হয় পুরো খরচ। যাওয়ার আগে কেউ বুকিং করতে চাইলে ৯৬৩৫৫৮৪৪৩০ অথবা ৯৮৩০৩২২৮২১ এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
গন্তব্যে কিভাবে পৌঁছানো যাবে? রেল, সড়ক বা আকাশ তিন পথেই পৌঁছানো যাবে রংবুল বা কালেজ ভ্যালিতে। রেলপথে যেতে চাইলে কলকাতা থেকে ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে যেকোন গাড়িতে পৌঁছে যাওয়া যাবে কালেজ ভ্যালি। সড়কপথে যেতে গেলে বাসের চেপে পৌঁছাতে হবে তেনজিং নোরগে বাসস্ট্যান্ড। সেখান থেকে যে কোনো গাড়ি ভাড়া করে বা শেয়ার করে গন্তব্যে (Rangbull) পৌঁছানো যাবে। কেউ যদি আকাশপথে পৌঁছাতে চান সেক্ষেত্রে প্লেনে করে বাগডোগরায় নামতে হবে। তারপর সেখান থেকে নিজস্ব গাড়ি ভাড়া করে অথবা গন্তব্যের হোমস্টেকে বলে রাখলে তারা গাড়ি পাঠিয়ে দিলে তাতে করে সহজেই পৌঁছানো যাবে রংবুলে।