বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৮ টি বিশ্বকর্মা পুজোর ঠান্ডা লড়াই

গৌড় চক্রবর্তী : বিশ্বকর্মা হলেন যন্ত্রপাতির দেবতা। মূলত কল কারখানা থেকে শুরু করে যন্ত্রপাতি নিয়ে কারবারীদের উদ্যোগে বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হয় বেশি। বীরভূমের অন্যান্য জায়গার পাশাপাশি বক্রেশ্বর তাপবিদ্যুৎকেন্দ্রে পুজো অনুষ্ঠিত হল ঘটা করে। শুধু পুজোই না এমনকি বিভিন্ন কোম্পানির গুলির মধ্যে পুজোকে ঘিরে ঠান্ডা লড়াই, যা দেখার মতো।

ফলে চন্দ্রযান ২ থেকে শুরু করে নানান থিমের মণ্ডপ দেখা গেল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরীর পুজোয়। এই উপনগরীতে পুজোর সংখ্যা এবার ১৮, যা চমক দেওয়ার মত। এছাড়াও সর্বস্তরের শ্রমিক এবং তার পরিবারের সদস্যদের নিয়ে চললো জমিয়ে খাওয়াদাওয়া। আর দর্শনার্থীর জন্য ছিল প্রসাদের ব্যবস্থাও।

তবে এখানেই শেষ নয়, বিশ্বকর্মা পুজোকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এই উপনগরীতে। উপনগরীর রাস্তাঘাট ছাড়াও পার্ক রেস্টুরেন্ট ছিল ভিড়ে ঠাসা। তবে সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টিতে দর্শনার্থীদের আনন্দে কোথায় যেন ব্যাঘাত ঘটালো বলাই বাহুল্য।